Adipurush: প্রতি প্রেক্ষাগৃহে একটি করে আসন উৎসর্গ করা হবে রামভক্ত হনুমানকে, ঘোষণা 'আদিপুরুষ' নির্মাতাদের
Adipurush Update: সম্প্রতি 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা জানিয়েছেন, 'যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস।'
নয়াদিল্লি: ১৬ জুন মুক্তির অপেক্ষায় প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। স্বাভাবিকভাবেই ছবির টিম ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারপর্বে। এই আবহে এক বিশেষ ঘোষণা করলেন নির্মাতারা। প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে আসন বরাদ্দ থাকবে বজরংবলীর জন্য (dedicating one seat to Lord Hanuman)। বিক্রি হবে না সেই আসনের টিকিট।
'আদিপুরুষ' ছবির নির্মাতাদের তরফে বিশেষ ঘোষণা
সম্প্রতি 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা জানিয়েছেন, 'যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, সর্বত্র একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য, বিক্রি করা হবে না সেই আসন। রামের সর্বশ্রেষ্ঠ ভক্তকে শ্রদ্ধা জানানোর ইতিহাস শুনুন। আমরা অজানা রাস্তায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আমাদের সকলেই ভগবান হনুমানের সান্নিধ্যে অতি জাঁকজমকের সঙ্গে নির্মিত আদিপুরুষকে দেখা উচিত।'
Team #Adipurush to dedicate one seat in every theater for Lord Hanuman 🚩🙏🏻
— Movies wallah (@Movies_Wallah) June 6, 2023
Jai Shri Ram 🙏 #Adipurush in cinemas worldwide on 16th June! ✨ #AdipurushTrailer2 #AdipurushOnJune16th#AdipurushActionTrailer#AdipurushIn3D #Prabhas #SaifAliKhan #KritiSanon #SunnySingh #OmRaut pic.twitter.com/UcP7Aafks8
মুক্তির আগে 'আদিপুরুষ' সংক্রান্ত ইভেন্ট
প্রসঙ্গত মুক্তির আগে বিশেষ ইভেন্টেরও আয়োজন করা হয়েছে নির্মাতাদের তরফে। আজ তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় একটি বিশাল 'প্রি-রিলিজ' ইভেন্টের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিন্না জিয়ার স্বামী গারু। এখানেই ছবির দ্বিতীয় ট্রেলার যাকে 'অ্যাকশন ট্রেলার' বলা হচ্ছে, তাও প্রকাশ্যে আসবে।
View this post on Instagram
এছাড়া সম্প্রতি তিরুপতির তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন পর্দার রাম প্রভাস। সাদা কুর্তা-পাজামা পরে অভিনেতা লাল সিল্কের শাল নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে দেখা যায়। অবশ্যই সঙ্গে ছিল নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ।
আরও পড়ুন: Most Expensive Honey: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?
পৌরাণিক ড্রামা ঘরানার ছবি 'আদিপুরুষ' তৈরি হয়েছে রামায়ণের ওপর নির্ভর করে। এই ছবির লেখক ও পরিচালক ওম রাউত। ছবিতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহকে দেখা যাবে। রাবণের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। বহু বিতর্কের পর গত মাসে মুক্তি পায় ছবির ট্রেলার। ভাল সাড়াও পায় ট্রেলারটি।