Aditya Singh Rajput: আদিত্য সিংহ রাজপুত মৃত্যু মামলায় ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় মুম্বই পুলিশ
Forensic Report: প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছিল অতিরিক্ত মাদক সেবনের জন্যই মৃত্যু হয়েছে তাঁর। তবে এখনও হাতে এসে পৌঁছয়নি ফরেন্সিক রিপোর্ট।
মুম্বই: সোমবার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেতা মডেল আদিত্য সিংহ রাজপুতের (Aditya Singh Rajput) নিথর দেহ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছিল অতিরিক্ত মাদক সেবনের জন্যই মৃত্যু হয়েছে তাঁর। তবে এখনও হাতে এসে পৌঁছয়নি ফরেন্সিক রিপোর্ট (Forensic Report)। মুম্বই পুলিশ (Mumbai Police) আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন এবং তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মুম্বইয়ের গোরেগাঁওয়ে সিদ্ধার্থ হাসপাতালে (Siddharth Hospital) তাঁর দেহের ময়নাতদন্ত হয়।
ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় মুম্বই পুলিশ
ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় মুম্বই পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছে, 'ওঁর মৃত্যুর কারণ এখনও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়নি। ওঁর ভিসেরা সংগ্রহ করা হয়েছে যা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই রাজপুতের মৃত্যুর আসল কারণ জানা যাবে।'
অন্যদিকে, বিনোদন দুনিয়ায় একের পর এক শোকের ছায়া। সোমবার আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর আসে প্রকাশ্যে। এরপর মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। তার ঠিক পরের দিন অর্থাৎ আজ বুধবার, অপর জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডের মৃত্যুর খবর মেলে। একের পর এক মৃত্যুর খবরে জর্জরিত বিনোদন দুনিয়া।
প্রসঙ্গত, ২২ মে ১১ তলা বিল্ডিংয়ের বাথরুম থেকে উদ্ধার হয় আদিত্য সিংহ রাজপুতের মৃতদেহ। আদিত্যকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর বন্ধু। তখনই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীকে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিত্যকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের রির্পোট অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবনের জন্য়ই মৃত্য়ু হয় আদিত্য সিং রাজপুতের।
আরও পড়ুন: WHO: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO
দিল্লি থেকে এসে মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। মডেল হিসেবেই জীবন শুরু করেছিলেন তিনি। 'ক্রান্তিবীর' এবং 'ম্যায় গান্ধী কো নহিঁ মারা'র মত ছবিতে কাজ করেন আদিত্য়। তিনি প্রায় ৩০০টি বিজ্ঞাপনে কাজ করেছেন। স্প্লিটসভিলার মত একাধিক রিয়েলিটি শোতে সক্রিয়ভাবে দেখা গেছে তাঁকে। এর পাশাপাশি, 'লাভ', 'আশিকি', 'কোড রেড', 'আওয়াজ সিজন ৯', 'ব্যাড বয় সিজন ৪'-এর মত একাধিক জনপ্রিয় শো'তে কাজ করেছেন। আদিত্য সিং রাজপুতের ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় যে তিনি এর আগের রাতে তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। সেই পার্টির একাধিক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে ইন্ডাস্ট্রিতে নামে শোকের ছায়া।