এক্সপ্লোর
এই কারণেই বলিউড থেকে আচমকা উধাও হয়ে গিয়েছিলেন মহিমা চৌধুরী!

মুম্বই: বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীই খ্যাতির শীর্ষে থাকতে থাকতে আচমকাই উধাও হয়ে যান। অনেকে বিয়ে করে নেন, অনেকে আবার গ্ল্যামার দুনিয়ার প্রতি বিতৃষ্ণা থেকে দূরে সরে যান। তবে শাহরুখ খানের 'পরদেশ' খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী কেন আচমকা টিনসেল টাউনকে বিদায় জানিয়েছিলেন, সেকথা জানা গেল সম্প্রতি। ১৯৯৭ সালে 'পরদেশ' ছবি সুপারডুপার হিট হলেও, ন বছরের মধ্যে তেমন কোথাও পৌঁছতে পারেননি মহিমা। বলা যেতে পারে একটি স্থবির অবস্থা হয়ে গিয়েছিল মহিমার কেরিয়ারের। তাহলে কি সেই রুটিন জীবনে হতাশ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী? এ প্রসঙ্গে অভিনেত্রীর কী মত সেকথা মহিমা নিজেই এক সাক্ষাত্কারে জানিয়েছেন। মহিমার দাবি, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীরা একটু সিনিয়র হয়ে গেলেই তাঁদের আর সেভাবে কোনও সঠিক চরিত্র দেওয়া হয় না। ভাল চরিত্রের অভাবের জন্যেই তিনি গ্ল্যামার জগত থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি বাংলা ছবি 'ডার্ক চকোলেট', যেটা শিনা বোরা হত্যাকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল, সেখানে অভিনয় করেন মহিমা। কিন্তু সেভাবে ভাল চিত্রনাট্যের প্রস্তাব তারপর না পাওয়ায় তিনি সরে গিয়েছেন টিনসেল টাউন থেকে। তাঁর মনে হয়েছে মিডিওকর চরিত্রে অভিনয় করার থেকে, ছবির দুনিয়া থেকে সরে থাকাই ভাল। মহিমার 'পরদেশ' ছাড়া যেসমস্ত ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে ছিল, তারমধ্যে রয়েছে, 'দাগ: দ্য ফায়ার', 'পেয়ার কই খেল নেহি', 'ধড়কন', 'দিওয়ানে', 'কুরুক্ষেত্র', 'ওম জয় জগদীশ', 'দিল হ্যায় তুমহারা'-র মতো একাধিক ছবি। তবে দীর্ঘ বিরতির পর আমরা সবাই আসা রাখি ফের রুপোলি পর্দায় ফিরবেন মহিমা। টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেছেন মহিমা। তারপর সেই সম্পর্কও ভেঙে যায়। যদিও তার জন্যে মনে কোনও ক্ষোভ নেই বলে জানান মহিমা। তাঁর কথায় লিয়েন্ডার এমনই মানুষ। হয়তো রিহা পিল্লাইয়ের সঙ্গেও একই রকম খারাপ আচরণ করেছিলেন তিনি। এরপর আর্কিটেক্ট ব্যবসায়ী ববি মুখার্জিকে ২০০৬ সালে বিয়ে করেন মহিমা। ২০১৬ সালে সেই সম্পর্কেও ইতি পড়ে। বর্তমানে একটি আট বছরের মেয়ের মা মহিমা। বিচ্ছেদের পর মেয়ের জন্যে আয় করতে হবে বলেন অভিনেত্রী। কিন্তু ছবি করতে আর চাইছিলেন না তিনি। মূলত ফিতে কাটা, শোয়ের বিচারক হওয়া, এই সমস্ত কাজেই ব্যস্ত থাকতেন তিনি। তবে আজ পিছন ফিরে তাকালে একটু হলেও হতাশ হন মহিমা, কারণ অভিনেত্রী হিসেবে তাঁকে শেষ করে দিয়েছে এই কাজগুলো।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















