এক্সপ্লোর
রাখী সবন্তের পোশাক বদলের ভিডিও ভাইরাল, অভিনেত্রীর দাবি ‘এটা মোটেই আমি নই’
মুম্বই: সম্প্রতি রাখী সবন্তের একটি পোশাক বদলের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কোনও এক ঘরের ভেতর পোশাক বদল করছেন রাখী এবং তিনি খেয়ালও করেননি, সেখানে লুকনো ক্যামেরা রয়েছে। প্রসঙ্গত, ভিডিওতে থাকা মহিলাটিকে রাখীর মতো দেখতে হলেও, ভিডিও প্রসঙ্গে অভিনেত্রী দাবি চমকে দেওয়ার মতো.....
বিতর্ক এই অভিনেত্রীর সবসময়ের সঙ্গী। কখনও রাখীর ভাষা, আবার কখনও অভিনেত্রীর বিতর্কিত পোশাক তাঁকে নিয়ে এসেছে খবরের শিরোনামে। এবার বিতর্কের কেন্দ্রে এই ভিডিও। এই এমএমএস ক্লিপ সম্পর্কে রাখীর মন্তব্য, তাঁর বিরুদ্ধে কেউ অপপ্রচার চালাচ্ছে। অন্যের মুখের ওপর তাঁর মুখ বসিয়ে এই ভিডিও ক্লিপটি ওয়াটসঅ্যাপে ছেড়ে দেওয়া হয়েছে। রাখীর দাবি তিনি এইমুহূর্তে কাশ্মীরে ‘বিফোর ক্রিসমাস’-এর শ্যুটিং করতে ব্যস্ত রয়েছেন, হতেও পারে সেই ছবির কোনও দৃশ্য এটি।
তবে এই প্রথম কোনও অভিনেত্রীর ভিডিও মর্ফ করে এভাবে অনলাইনে ছাড়া হয়নি। এর আগে দক্ষিণী অভিনেত্রী সুচিত্রা, মুম্বইয়ের ছোটপর্দার অভিনেত্রী মোনা সিংহ, বলিউড তারকা করিনা কপূর খান এবং রিয়া সেনরাও এধরনের জালিয়াতির শিকার হয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement