এক্সপ্লোর
হবহু মধুবালার মতো দেখতে এক তরুণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকেন। এরইমধ্যে এক টিকটক ইউজার ৬০-এর দশকের প্রখ্যাত অভিনেত্রী মধুবালার অনুকরণ করে ভিডিও শেয়ার করেন।
মুম্বই: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকেন। এরইমধ্যে এক টিকটক ইউজার ৬০-এর দশকের প্রখ্যাত অভিনেত্রী মধুবালার অনুকরণ করে ভিডিও শেয়ার করেন।
প্রিয়ঙ্কা কণ্ডওয়াল নামে ওই ইউজার মধুবালার সিনেমার গানে অভিনয় করে ভিডিও শেয়ার করেন। আর তাঁর এই সব ভিডিওতে প্রচুর লাইক ও কমেন্ট আসে।
ভিডিওগুলিতে প্রিয়ঙ্কা হাল সাজ-এ-দিল ছেড় দে, হাসিন রাত হ্যায় ..কুছ নেহি চাহিয়ে, তু অগর সাথ হ্যায়-এর মতো গানের ভিডিও তৈরি করেছেন।
দেখনে মে ভোলা হ্যায় দিল কা..বম্বই সে সে আয়া হ্যায় বাবু চিন্নান্না-র মতো গানেরও ভিডিও তৈরি করে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ভিডিওগুলি ইতিমধ্যেই দেখেছেন কয়েক হাজার জন।
প্রিয়ঙ্কার ওই ভিডিওগুলিতে তাঁকে অবিকল মধুবালার মতো দেখতে মনে হয়। তাঁর বেশিরভাগ ভিডিও-ই সাদা-কালোতে। দর্শকরা তা দেখে সাদা-কালো সিনেমার জগতে চলে যান।
ইনস্টাগ্রামেও তিনি এ ধরনের ভিডিও শেয়ার করেন।
View this post on Instagram
বর্তমান প্রজন্মের এই ‘মধুবালা’র অনুরাগীর সংখ্যা প্রচুর। টিকটকে তাঁর অনুরাগীর সংখ্যা এক লাখ আট হাজারেরও বেশি।View this post on InstagramHaal kaisa hai apka ???? #madhubalajiforever #madhubala #oldmovies #bollywood
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement