50 Days of Tirandaj Shabor: দেখতে দেখতে ৫০ দিন পার, প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে 'তীরন্দাজ শবর'
Tirandaj Shabor Update: অরিন্দম শীলের জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ 'শবর'-এর চতুর্থ ভাগ এল তৃতীয় ভাগের ৪ বছর পর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'আসছে আবার শবর'।
কলকাতা: পঞ্চাশ দিনে প্রবেশ করল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'তীরন্দাজ শবর' (Tirandaj Shabor)। বৃহস্পতিবার সকালবেলা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন পরিচালক নিজেই।
৫০ দিনে 'তীরন্দাজ শবর'
'শবর' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর' মুক্তি পেয়েছে ২৭ মে। দেখতে দেখতে সেই ছবি প্রেক্ষাগৃহে পেরিয়ে গেছে ৫০ দিন। সগৌরবে এখনও প্রেক্ষাগৃহে রয়েছে এই ছবি।
বৃহস্পতিবার সকালে, সোশ্যাল মিডিয়ায় অরিন্দম শীল ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'তীরন্দাজ শবরের সগৌরবে ৫০ দিন। দর্শকদের সমস্ত ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।'
View this post on Instagram
অরিন্দম শীলের জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ 'শবর'-এর চতুর্থ ভাগ এল তৃতীয় ভাগের ৪ বছর পর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'আসছে আবার শবর'। এরপর ২০২০ সালে 'তীরন্দাজ শবর'-এর কাজ শুরু হলেও বারবার করোনার ধাক্কায় তা বন্ধ হয়েছে বা পিছিয়ে যায়।
আরও পড়ুন: Antarjaal: বিয়ের পরেই খুনের জালে জড়িয়ে পড়লেন বনি-কৌশানী, তারপর?
এই ছবিতে অভিনয়ে দেখা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেনকে (Saswata Chatterjee, Subhrajit Datta, Nigel Akkara, Debjani Chatterjee, Devlina Kumar, Poulomi Das, Rammani Mandal, Chandan Sen)।