TJMM Box Office Collection Day 5: পাঁচ দিনে কত কোটির ব্য়বসা করল 'তু ঝুঠি ম্য়ায় মক্কার'?
TJMM Box Office Collection Day 5: রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই ছিল উর্দ্ধমুখী। মুক্তির পরও যে সিনেপ্রেমীরা এই ছবিতে বেশ মুগ্ধ তা বোঝা যাচ্ছে এই ছবির বক্সঅফিস কালেকশান দেখেই।
কলকাতা: রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar) মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। পাঁচ দিনে বক্স অফিসে কেমন লাভ করল এই ছবি? চলুন জেনে নেওয়া যাক।
পাঁচ দিনে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর বক্স অফিস কালেকশন কেমন?
লভ রঞ্জনের পরিচালনায় এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি দ্বিতীয় দিনেও ভালই লাভ ধরে রাখল।প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছে এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছে এই খবর।
দ্বিতীয় দিনে এই ছবির বক্স অফিস সাফল্য কত হল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। শুক্রবার তিনি জানান, এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে ২৬.০৭ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের (Taran Adarsh) পোস্ট অনুযায়ী, 'দ্বিতীয় দিনেও ভালই ফল করেছে তু ঝুটি ম্যায় মক্কার... ওয়ার্কিং ডে-তে ৩৪.২৭ শতাংশ ঘাটতি ব্যবসায় - ছুটির দিনের পরের দিন - সেটাই স্বাভাবিক... শুক্রবার থেকে ব্যবসায় এগোতে পারে, শনিবার ও রবিবার বাড়তি আয় হবে বলেই আশা... বুধবার ১৫.৭৩ কোটি টাকা, বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট ২৬.০৭ কোটি টাকার ব্যবসা ভারতে।'
আরও পড়ুন... 'বর্ণবিদ্বেষের চূড়ান্ত'! অস্কারে দীপিকা পাড়ুকোনকে ভুলবশত ক্যামিলা অ্যালভেস নামে পরিচয়? সমালোচনার ঝড়
অন্যদিকে প্রকাশ্যে এসেছিল তৃতীয় দিনের দুপুর তিনটে পর্যন্ত ব্যবসার পরিমাণও। তৃতীয় দিনে বড় মাল্টিপ্লেক্সগুলিতে দুপুর তিনটে পর্যন্ত এই ছবি ২.৪৫ লক্ষের ব্যবসা করেছিল। যা দ্বিতীয় দিনের থেকে ভাল অঙ্ক।
প্রসঙ্গত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর (Tu Jhooti Main Makkar) প্রথম গান 'তেরে পেয়ার মে'-তে (Tere Pyaar Mein) মুক্তির পরই ছবি নিয়ে উন্মাদন তৈরি হয়েছিল দর্শেকর মধ্য়ে। এই গানে দর্শককে মুগ্ধ করেছিল দুই তারকার অনস্ক্রিন রসায়ন। গানটির শ্যুটিং হয়েছিল স্পেনে। গোটা ছবি জুড়ে রণবীর ও শ্রদ্ধাকে বিভিন্ন বিচে এবং আরও অন্যান্য অসাধারণ লোকেশনে রোম্যান্সে মজতে দেখা গিয়েছিল।
সব শেষে এই ছবির কত আয় হল এখন সেটাই দেখার।