এক্সপ্লোর

Top Entertainment News: অল্লু অর্জুনকে শুভেচ্ছা ওয়ার্নারের, বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা, আজকের বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন।

কলকাতা: 'ম্যায় ঝুঁকেগা নেহি'.. 'পুষ্পা: দ্য রাইস' ছবির এই সংলাপ চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। এই সংলাপ বলার সময় হাতের একটি বিশেষ ভঙ্গিমা করেছিলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। জনপ্রিয়তা পেয়েছিল সেই হাতের ভঙ্গিমা। সেটা নকল করেই, এবার দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল অল্লু অর্জুনের স্ট্যাচু। আর তারপরেই, অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। অন্যদিকে, তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'জওয়ান' (Jawan)। টলিউডের ব্লকবাস্টার হিট এই ছবিরই অংশ ছিলেন মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল (Umakant Patil)। আর এই প্রথম, কোনও বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। ছবির নাম 'ভামিনী' (Bhamini)। গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি থেকে শুরু করে এক ক্রাইম থ্রিলারের গল্প বলবে এই ছবি। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন।

অল্লু অর্জুনের মোমের মূর্তি দেখে উচ্ছ্বসিত অনুরাগী ওয়ার্নার

ওয়ার্নার যে অল্লু অর্জুনের অনুরাগী, তা ইতিমধ্যেই সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার অল্লু অর্জুনের নকল করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই সমস্ত মুহূর্ত। ডেভিজ ওয়ার্নার ভারতীয় বিভিন্ন সিনেমা ও গান যে দেখেন তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়াতেই। বিভিন্ন গানের সঙ্গে নাচ করে হামেশাই রিল বানাতে দেখা যায় ওয়ার্নারকে। এখন আইপিএলের মরসুম। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর হলে খেলছেন ডেভিড ওয়ার্নার। তবে শত ব্যস্ততাই থাকুক, তাই বলে কি তিনি শুভেচ্ছা জানাবেন না তাঁর প্রিয় তারকাকে? মাদাম তুসোর মিউজ়য়ামে অল্লু অর্জুনের মূর্তি উন্মোচন হলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অস্টেলিয়ার এই ব্যাটার। এখানে অল্লু অর্জুনের যে ভঙ্গিমায় মূর্তি তৈরি করা হয়েছে, সেটি হল সেই 'ম্যায় ঝুঁকেগা নেহি'-র পোজ়ে। দোলের সময়, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে মুকেশ কুমারের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডেভিড ওয়ার্নার এই 'ম্যায় ঝুঁকেগা নেহি' পোজ়-ই দিয়েছিলেন। জনপ্রিয় যে অভিনেতাকে তিনি নকল করেছেন বারে বারে, তাঁর মূর্তি উন্মোচন হতেই উচ্ছ্বসিত ডেভিড শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী এই অভিনেতাকে। ভারতের মাটিতে খেলা থাকলে, দর্শকাসন থেকে প্রায় প্রত্যেক সময়েই ডেভিড ওয়ার্নারের কাছে আবদার আসে 'শ্রীভল্লি' নাচের তালে একবার পা মেলানোর জন্য। মাঠের সাউন্ড সিস্টেমে বাজতেও শুরু করে সেই গান। প্রত্যেকবারই দর্শকদের আবদার মেটান ওয়ার্নার। ভালবেসেই। সেই অল্লু অর্জুনের মূর্তি মাদাম তুসোর মিউজ়িয়ামে দেখে যারপরনাই খুশি ওয়ার্নার।

প্রথমবার বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা

তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'জওয়ান' (Jawan)। টলিউডের ব্লকবাস্টার হিট এই ছবিরই অংশ ছিলেন মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল (Umakant Patil)। আর এই প্রথম, কোনও বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। ছবির নাম 'ভামিনী' (Bhamini)। গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি থেকে শুরু করে এক ক্রাইম থ্রিলারের গল্প বলবে এই ছবি। স্বর্ণায়ু মৈত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ক্রাইম থ্রিলার এই ছবির রয়েছে অন্যান্য আকর্ষণীয় দিকও। এরমধ্যে একটি হল, 'গমীরা' নাচ। কী এই গমীরা? পরিচালক জানাচ্ছেন, গমীরার সঙ্গে গম্ভীরার সম্পর্ক নেই একেবারেই। দিনাজপুরের এক বিশেষ মুখোশ নৃত্যকলাকে বলা হয় 'গমীরা'। প্রিয়ঙ্কাকে দেখা যাবে একজন 'গমীরা' নৃত্যশিল্পীর ভূমিকায়। এই ছবিতে তথাগতর চরিত্রের নাম কমল। আর মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিলকে দেখা যাবে একজন স্পেশাল অফিসারের চরিত্রে। ছবিতে তাঁর নাম হলে ইন্দ্র। এই ছবিটি নিয়ে তিনি বলছেন, 'আমি এর আগে একাধিক বলিউড ছবিতে কাজ করেছি। হলিউডেও কাজ হয়েছে। তবে এই প্রথম আমি বাংলা ছবিতে কাজ করছি। নতুন ভাষা, ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। এর আগে বাংলা ভাষা শুনলেও কখনও বলিনি। ফলে যেমন উৎসাহিত এই ছবিটা নিয়ে, তেমন টেনশনও হচ্ছে একটু। কিছুটা পরিচালকের থেকে, কিছুটা গুগল থেকে ভাষাটি শিখছি। ওমকার বক্সী আর আমাদের প্রযোজনা সংস্থা ওমকার ফিল্মস ও প্রযোজক সন্দীপ সরকারকে অনেক ধন্যবাদ। ওঁদের জন্য অন্য একটা ভাষায় কাজ করার সুযোগ পাচ্ছি। একটু বেশি হিন্দিতেই সংলাপ নিচ্ছি, তবে অল্প অল্প বাংলাও থাকবে।'

আর্থিকভাবে স্বনির্ভর হতে চান চণ্ডীগড়ের রূপান্তরকামীরা, এগিয়ে এলেন আয়ুষ্মান

তিনি বরাবরই নিজের ছন্দে জীবনকে দেখেন, বাঁচেন। বলিউডের অন্যান্য অভিনেতার থেকে আলাদা ভাবনা পোষণ করেন তিনি। ফের একবার যেন সেই ধারণারই প্রমাণ দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। চণ্ডীগড়ে রূপান্তরকামীদের একটি ফুড ট্রাকের উদ্বোধন হল তাঁর হাতেই। চণ্ডীগড়ের জ়িরাকপুর এলাকায় উদ্বোধন হয়েছে এই ফুড ট্রাকটির। আর সেখানেই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেতা। সদ্য উদ্বোধন হওয়া এই ফুড ট্রাকটির নাম দেওয়া হয়েছে 'স্বীকার'। আয়ুষ্মান এই উদ্যোগ নিয়ে বলছেন, 'বিশেষ একটি কারণে এই ফুড ট্রাকটি উদ্বোধন করা হয়। আমাদের সমাজের রুপান্তরকামী মানুষদের উৎসাহ দেবার জন্যই এটা একটা উদ্যোগ। তবে এটা ভীষণ ছোট একটা প্রয়াস। এই দেশে বসবসাকারী প্রত্যেকটা মানুষের সমানাধিকার রয়েছে। সমাজের একটি বড় অংশের মানুষদের রূপান্তরকামীদের নিয়ে ভাবতে হবে। তাঁদের দিকে সচেতনতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের দেশে রূপান্তরকামী মানুষদের নিয়ে অনেকেই তেমন সচেতন নন। একঘরে করে রাখা হয় তাঁদের। সমাজের অন্যান্য মানুষের ব্যবহারের জন্যই, অধিকার থাকলেও অনেক সময়ে তার সদব্যবহার করতে পারেন না এই রূপান্তরকামী মানুষেরা। এই উদ্যোগ রূপান্তরকামী মানুষদের আর্থিক স্বাধীনতা দেবে। সমাজে তাঁদের স্থান আরও শক্ত করবে।' এই গোটা উদ্যোগে পাশে থাকার জন্য আয়ুষ্মানকে ধন্যবাদ জানান, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপান্তরকামী ধনঞ্জয় চৌহ্বান।

প্রথা ভেঙে এই কাজ করলেন পুলকিত, কৃতি লিখছেন, 'কখনও ভাবিনি এটা হবে'

'পহেলি রসোই'। বিয়ের পরে নববধূ প্রথম শ্বশুরবাড়ি গিয়ে একটি মিষ্টি খাবার তৈরি করেন। প্রথমবার রান্নাঘরে ঢুকে, নববধূর রান্না করার প্রথাকেই বলে 'পহলি রসোই'। মিষ্টিকে শুভ বলে গণ্য করা হয় বলেই সাধারণত কোনও একটি মিষ্টি পদই বানান নববধূ। তবে এই প্রথা যে কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি হয়েছে এমন তো নয়! রীতি ভেঙে বিয়ের পরে প্রথম রান্নাঘরে গিয়ে মিষ্টি পদ রান্না করলেন সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat)। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন কৃতি খরবান্দা (Kriti Kharbanda)। সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট করেছেন কৃতি। একটি বড় লেখা, সঙ্গে কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রান্নায় ব্যস্ত পুলকিত সম্রাট। তিনি হালুয়া বানাচ্ছেন। কৃতি লিখেছেন, 'আজ এমন একটা ঘটনা ঘটল, যাতে আমি আবার নতুন করে পুলকিতের প্রেমে পড়ে গেলাম। কখনও ভাবিনি এটাও সম্ভব, কিন্তু এটা ঘটল। আমার চোখের সামনেই। গতকাল, পুলকিতের 'পহেলি রসোই' হল। আমি হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখি, পুলকিত নিজের মনে হালুয়া তৈরি করছে। আমি প্রশ্ন করায় ও বলল, 'হালুয়া বানাচ্ছি। এটা তো আমার 'পহেলি রসোই'। আমি হাসতে হাসতে বললাম, 'এই রীতি তো মেয়েদের জন্য।' পুলকিত বলল, 'এটা খুব বোকা বোকা একটা কথা। আমরা তো একে অপরকে কথা দিয়েছি যে সমস্ত দায়িত্ব ভাগ করে নেব। ভাল-খারাপ সময়ে একসঙ্গে থাকব। তাহলে? তুমি দিল্লিতে আমার পরিবারের জন্য তো রান্না করেছিলে। আর এবার, ব্যাঙ্গালোরে আমি আমাদের পরিবারের জন্য রান্না করলাম। এটা আমার পহেলি রসোই'। ব্যাস!'

'বর হিসেবে অনুপম কেমন?' রচনার প্রশ্নে লজ্জা পেয়ে কী উত্তর দিলেন প্রশ্মিতা?

আজ, অনুপম রায়ের (Anupam Roy) জন্মদিন। বিয়ের পরে এই বছরই প্রথম জন্মদিন অনুপমের। সদ্য সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের (Prashmita Paul) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আর , জন্মদিনে, বরকে নিয়ে কী জানালেন প্রশ্মিতা? আজই প্রকাশ্যে এসেছে জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)-এর একটি বিশেষ এপিসোডের ক্লিপিংস। সেই এপিসোডে বন্ধুদের সঙ্গে হাজির হবেন জনপ্রিয় দিদিরা। আর সেই তালিকায় যেমন রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), তেমনই রয়েছে প্রশ্মিতাও। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র প্রশ্নের উত্তরে যেমন উঠে আসে ব্যক্তিগত জীবনের কথা, তেমনই হল এই এপিসোডেও। মনের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পীরা। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রশ্মিতা। শো-এর মধ্যেই রচনা প্রশ্মিতাকে প্রশ্ন করেন, 'বর হিসেবে অনুপম কেমন?' হঠাৎ এই প্রশ্নে কিছুটা লজ্জাই পেয়ে যান সঙ্গীতশিল্পী। বান্ধবীর পিঠে মুখ লুকিয়ে হেসেও ফেলেন, তারপরে বলেন, 'পরের প্রশ্ন দিদি'। স্পষ্টতই, অনুপম ও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চট্ করে মুখ খুলতে চান না প্রশ্মিতা। তাঁদের প্রেম কাজের সূত্র ধরেই। একসঙ্গে বহু কাজ করেছেন প্রশ্মিতা ও অনুপম। কাজের জগতে অনুম প্রশ্মিতার সিনিয়র। সুরের সূত্র ধরেই বন্ধুত্ব, তারপরে প্রেম। তবে সোশ্যাল মিডিয়ায় কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা নন প্রশ্মিতা বা অনুপম কেউই। বরং নিজেদের কাজকেই তুলে ধরতে পছন্দ করেন তাঁরা। 

আরও পড়ুন: Sourav Ganguly: 'ছোটবেলায় সানাকে কোলে নিতে ভয় পেতাম', মেয়েকে নিয়ে নস্ট্যালজিক সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
India vs Australia Live: আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
Bangladesh News: মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
Advertisement
ABP Premium

ভিডিও

Entertainment:নান্দীকারের বার্ষিক নাট্যোৎসবের আয়োজনের আগে অভিমানের সুর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্ঠেHoy Ma Noy Bouma: ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? গল্পটা কী বলুন তো?BJP News: সন্দেশখালিতে বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ করলেন দলেরই মহিলা নেত্রীBangladesh Monk Arrest: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেরই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
India vs Australia Live: আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
Bangladesh News: মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
East Bengal on Bangladesh Crisis: বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের
বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের
Cigarettes Smoking: বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট খান? কী হতে পারে জানেন ?
বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট খান? কী হতে পারে জানেন ?
Sovabazar: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
IND vs AUS 2nd Test Day 1: নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
Embed widget