Top Social Post: বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য, 'দশম অবতার'-এর ট্রেলার মুক্তি, নজরে সোশ্যালে সেরা
Top Social Post Update: রাজকীয় বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টলিউড থেকে বলিউডে নজর কাড়ল কোন কোন সোশ্যাল পোস্ট, এক ঝলকে দেখে নেওয়া যাক
কলকাতা: আজ সোশ্যাল মিডিয়ায় কেবলই রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)-র বিয়ের সংবাদ। তবে এখনও নব বর-বধূর তরফে প্রকাশ্যে আসেনি কোনও ছবি। আর এই রাজকীয় বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টলিউড থেকে বলিউডে নজর কাড়ল কোন কোন সোশ্যাল পোস্ট, এক ঝলকে দেখে নেওয়া যাক
বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য, 'সুখবর' জানাতেই শুভেচ্ছার বন্যা
সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি ছবি পোস্ট করে সুখবর শোনালেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey) ও শীতল ঠাকুরের (Sheetal Thakur)। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শীতল অন্তঃসত্ত্বা, তা বোঝাতে বেছে নেওয়া হল তিনটি সেফটি-পিনের ছবি। যেখানে একটি বড় সেফটি-পিনের পেটে রয়েছে আরও একটি ছোট্ট সেফটিপিন। অভিনব এই ভাবনা বেশ মনে ধরেছে নেটিজেনদের। অন্যদিকে নতুন সদস্যের আগমনের খবরে শীলমোহর পড়তেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল যে বিক্রান্তের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে সে নিয়ে মুখ খোলেননি তাঁরা। গোপনেই রেখেছিলেন এই সুখবর। সম্ভবত অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর দিয়ে তারকা দম্পতি লিখেছেন, 'নতুন শুরু'।
View this post on Instagram
থ্রিলারেও প্রেম, সুর, অ্যাকশন.. সৃজিতের 'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সব পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা যদি এক জায়গায় থাকেন, তাহলে সেই ছবির ট্রেলার যে জমজমাট হবে.. তা বলাই বাহুল্য। টানটান থ্রিলারেও যে মনছোঁয়া সুর থাকতে পারে, প্রেমের আবেদন থাকতে পারে, আবার থাকতে পারে দুর্ধর্ষ অ্যাকশন.. সেটাই দেখিয়ে দিলেন সৃজিত। মুক্তি পেল 'দশম অবতার' (Doshom Avtaar)-এর ট্রেলার। সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও। নেতিবাচক ভূমিকায় এর আগে বহুবার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন যীশু সেনগুপ্ত। বিশেষত সৃজিতের 'জুলফিকর' ছবিতে যীশুর সাংঘাতিক অভিনয় মনে রাখার মতো। দশম অবতারেও নেতিবাচক চরিত্রে যীশু বেশ নতুন কিছু দর্শকদের উপহার দেবেন এই প্রত্যাশা করা যায় ট্রেলার দেখেই। ট্রেলারে বলা চলে অনির্বাণের দুই রূপ দেখা গিয়েছে। একদিকে যেমন তিনি দুঁদে পুলিশ অফিসার, অন্যদিকে প্রেমিকও। এক ঝলকে জয়া ও অনির্বাণের ঘনিষ্ট মুহূর্তও নজর কেড়েছে। সব মিলিয়ে ট্রেলারেই সৃজিত দেখালেন, এই বছরের পুজোয় তাঁর ঝুলিতে কী রয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন: Top Entertainment News: সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি, মানবিক আমির খান, দেখে নিন বিনোদনের সারাদিন