Top Entertainment News: সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি, মানবিক আমির খান, দেখে নিন বিনোদনের সারাদিন
Top Entertainment News Update: বিনোদন দুনিয়ায় আজ রাজকীয় বিয়ের পাশাপাশি নজর কাড়ল কোন কোন খবর? দেখে নেওয়া যাক এক ঝলক।
![Top Entertainment News: সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি, মানবিক আমির খান, দেখে নিন বিনোদনের সারাদিন Top Entertainment News: Raghav Chaddha and Parineeti Chopra got married, Amir Khan donated 25 lakhs to Himachal Pradesh Top Entertainment News: সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি, মানবিক আমির খান, দেখে নিন বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/57409acc59ac9be97adf3600235aac36169558032125449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ দিনভর বিনোদনের খবরের শিরোনামে অবশ্যই রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)-র বিয়ে। উদয়পুরের লেক পিচোলার ধারে পরিণতি পেল প্রেম। বিনোদন দুনিয়ায় আজ রাজকীয় বিয়ের পাশাপাশি নজর কাড়ল কোন কোন খবর? দেখে নেওয়া যাক এক ঝলক।
হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ২৫ লক্ষ টাকা দান আমিরের
চলতি বর্ষায় তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে সাজানো সুন্দর সব শহর কার্যত জৌলুস হারিয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের একাধিক এলাকা। সরকার থেকে হিমাচলের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সরকার থেকে তৈরি করা হয়েছে ‘অপড়া রহত কোষ’। আর সেই তহবিলেই ২৫ লক্ষ টাকা দান করেছেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)।আমির খানের এই সাহায্যে তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি জানিয়েছেন, এই অর্থ গৃহহারাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। দেওয়া হবে ত্রাণও। যদিও সোশ্যাল মিডিয়ায় এই সাহায্যের খবর প্রচার করেননি আমির। চিরকালই তিনি প্রচার বিমুখ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন অভিনেতা।
বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য
সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি ছবি পোস্ট করে সুখবর শোনালেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey) ও শীতল ঠাকুরের (Sheetal Thakur)। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শীতল অন্তঃসত্ত্বা, তা বোঝাতে বেছে নেওয়া হল তিনটি সেফটি-পিনের ছবি। যেখানে একটি বড় সেফটি-পিনের পেটে রয়েছে আরও একটি ছোট্ট সেফটিপিন। অভিনব এই ভাবনা বেশ মনে ধরেছে নেটিজেনদের। অন্যদিকে নতুন সদস্যের আগমনের খবরে শীলমোহর পড়তেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল যে বিক্রান্তের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে সে নিয়ে মুখ খোলেননি তাঁরা। গোপনেই রেখেছিলেন এই সুখবর। সম্ভবত অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর দিয়ে তারকা দম্পতি লিখেছেন, 'নতুন শুরু'।
জমজমাট রাঘব-পরিণীতির বিয়ের আসর
প্রতীক্ষার অবসান। অবশেষে এক হল চারহাত। সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। নবদম্পতি অবশ্য বিয়ের কোনও ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। বর-বধূ বেশে রাঘব এবং পরিণীতির লুক এখনও প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সূত্রের খবর তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন তোড়জোড় চলছে কনে বিদায়ের। সোশ্যাল মিডিয়ায় উদয়পুরের তাজ লীলা প্যালেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আলোয় মুড়ে দেওয়া হয়েছে গোটা প্রাসাদ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিখ্যাত 'কবিরা' গান। শোনা যাচ্ছে, আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা ৩০ মিনিটের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লীলা প্যালেসের বাইরে থেকে গানের পাশাপাশি নাকি শোনা গিয়েছে পুরোহিতদের মন্ত্রোচ্চারণও। এখন নবদম্পতির প্রকাশ্যে আসা শুধু সময়ের অপেক্ষা। আজ রাতে ৮টা ৩০ মিনিটে একটি রিসেপশন পার্টি রয়েছে বলেও শোনা গিয়েছে।
'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সব পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা যদি এক জায়গায় থাকেন, তাহলে সেই ছবির ট্রেলার যে জমজমাট হবে.. তা বলাই বাহুল্য। টানটান থ্রিলারেও যে মনছোঁয়া সুর থাকতে পারে, প্রেমের আবেদন থাকতে পারে, আবার থাকতে পারে দুর্ধর্ষ অ্যাকশন.. সেটাই দেখিয়ে দিলেন সৃজিত। মুক্তি পেল 'দশম অবতার' (Doshom Avtaar)-এর ট্রেলার। সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।
পুজোর আবহে পায়েলের নতুন মিউজিক ভিডিও
রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)-র পরিচালনায় এবার পুজোর গানে পায়েল সরকার (Paayel Sarkar)। নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন 'কিশমিশ' (Kishmish)-এর পরিচালক। এই প্রথম রাহুলের সঙ্গে কাজ করছেন পায়েল। এই গানটিতে শোনা যাবে সঙ্গীতশিল্পী মিকা সিংহের (Mika Singh)-এর গলা। পায়েলের এই মিউজিক ভিডিওটির নাচের কোরিওগ্রাফি করেছেন দেবু ঘোষাল। মিউজক ভিডিওর মুখ্যভূমিকায় রয়েছেন পায়েল। এছাড়াও এই গানের ছন্দে পা মেলাতে দেখা যাবে অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)-কেও। সৃজলা নাচ করতে ভালবাসেন, নিয়মিত নাচের অভ্যাসের মধ্যেও রয়েছেন তিনি। এই গানে পায়েলের সঙ্গে পা মেলাবেন তিনিও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)