এক্সপ্লোর
‘টিউবলাইট’ ট্রেলর মুক্তি: আবেগপ্রবণ সলমন জানালেন কেন তিনি দেখতে চান না প্রোমো, চমক হিসেবে দেখা গেল আর এক খানকেও!

মুম্বই: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলর। ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন সলমন। কারণ ছবিটি তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পটভূমিতে। ট্রেলরে যুদ্ধক্ষেত্রে যেতে দেখা যাচ্ছে সলমনের নিজের ভাই সোহেল খানকে, যিনি ছবিতে অভিনেতার অনস্ক্রিন ভাইয়ের চরিত্রে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ছবিতে মৃত্যু হয় সোহেলের, এবং বেশ কিছু দৃশ্যে সেই যন্ত্রণা সলমনকে ফুটিয়ে তুলতে হয়েছে অভিনয় দিয়ে। কার্যত সেই অভিনয় সলমনকে ভেতর থেকে কোথাও নাড়া দিয়েছে। তাই হয়তো ছবিটির ডাবিংয়ের সময়ও একজন পেশাদার অভিনেতা হয়েও কেঁদে ফেলেন তিনি, স্বীকারোক্তি স্বয়ং সলমনের।
এছাড়া ছবির ট্রেলরে দেখা গেছে প্রয়াত অভিনেতা ওম পুরীকে, যেটাও ভাইজানের কাছে মারাত্মক বেদনাদায়ক। কারণ একজন মানুষ ঘণ্টাখানেক আগে তাঁদের সঙ্গে শ্যুটিং করে গিয়েছেন, তিনিই ঘণ্টাখানেক বাদে শুধুমাত্র একটি নশ্বর দেহ হয়ে গেছেন, সেটাও কোথায় যেন ধাক্কা দিয়েছে সলমনকে।
ছবির ট্রেলরে সলমন সদ্য প্রয়াত বিনোদ খন্না এবং তাঁর অনস্ক্রিন মা রিমা লাগুকেও শ্রদ্ধা জানিয়েছেন। তবে ‘টিউবলাইট’-এর এই আবেগপ্রবণ ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে দর্শকদের জন্যে ছিল একটি চমকও। ট্রেলরে দেখা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকেও।
দেখুন 'টিউবলাইট'-এর ট্রেলর
এছাড়া ছবির ট্রেলরে দেখা গেছে প্রয়াত অভিনেতা ওম পুরীকে, যেটাও ভাইজানের কাছে মারাত্মক বেদনাদায়ক। কারণ একজন মানুষ ঘণ্টাখানেক আগে তাঁদের সঙ্গে শ্যুটিং করে গিয়েছেন, তিনিই ঘণ্টাখানেক বাদে শুধুমাত্র একটি নশ্বর দেহ হয়ে গেছেন, সেটাও কোথায় যেন ধাক্কা দিয়েছে সলমনকে।
ছবির ট্রেলরে সলমন সদ্য প্রয়াত বিনোদ খন্না এবং তাঁর অনস্ক্রিন মা রিমা লাগুকেও শ্রদ্ধা জানিয়েছেন। তবে ‘টিউবলাইট’-এর এই আবেগপ্রবণ ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে দর্শকদের জন্যে ছিল একটি চমকও। ট্রেলরে দেখা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকেও।
দেখুন 'টিউবলাইট'-এর ট্রেলর বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















