Tumpa Autowali: ৫ বছর এগিয়ে গেল 'টুম্পা অটোওয়ালি'র গল্প, নায়িকার জীবনে আসছে নতুন অধ্যায়
Serial Update: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'র গল্পে ৫ বছরের লাফ। মানে ধারাবাহিকের গল্প এবার এগিয়ে গেল ৫ বছর। তার সঙ্গে গল্পে দেখা যাবে এক দারুণ ট্যুইস্ট।
কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'র (Colors Bangla) অন্যতম বিখ্যাত ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। ধারাবাহিকের গল্পে এবার আসতে চলেছে নতুন মোড়। এই ধারাবাহিকের ঘটনাপ্রবাহ পেরিয়ে যাবে ৫ বছর। এবার গল্পে আসবে কোন নতুন ট্যুইস্ট (twist)? রইল বিস্তারিত।
৫ বছর পার, কোন নতুন ট্যুইস্ট আসবে 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে?
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'র গল্পে ৫ বছরের লাফ। মানে ধারাবাহিকের গল্প এবার এগিয়ে গেল ৫ বছর। তার সঙ্গে গল্পে দেখা যাবে এক দারুণ ট্যুইস্ট। টুম্পা যে প্রথমে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছে তার এমবিএ পড়াশোনার প্রতি, এবার তার সামনে একের পর এক পারিবারিক ড্রামা। গোটা পরিবার তাকে হঠাৎই সারপ্রাইজ দিয়ে সাধের অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু সবই যেমন ওপর থেকে সুন্দর দেখতে লাগছে তেমনটা নয়। কারণ আবিরের অনুপস্থিতি এবং পম্পার প্রতারণামূলক কাজ উদযাপনের ওপর খারাপ ছায়া ফেলতে থাকে।
পম্পা ফের বোকা বানাতে চায় টুম্পাকে। ভাল হয়ে, শুদ্ধ হয়ে অনুরাধা ফিরে এসেও টুম্পাকে টুপি পরাতে ব্যর্থ হয় সে। আসল সারপ্রাইজ দেখা যাবে যখন, ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে আরও পাঁচ বছর। ৫ বছর পর, ভবিষ্যতে দেখা যাবে টুম্পা নতুন মা হিসেবে জীবনের নতুন ধাপে পা রাখছে। মাতৃত্বের জীবনকে আলিঙ্গন করতে দেখা যাবে টুম্পাকে।
এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবীর। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে।
আরও পড়ুন: Gaurav-Ridhima: গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে এল পুত্র সন্তান, তারকা পরিবারে খুশির হাওয়া
তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবীরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক। ৫ বছর পর এই ধারাবাহিকে কী হতে চলেছে জানতে চোখ রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৭টায়, কালার্স বাংলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial