'Biyer Phool': জনপ্রিয় 'বিয়ের ফুল' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন, অভিনয়ে মৌসুমী ভট্টাচার্য
Daily Serial Update: মৌসুমী ভট্টাচার্য টেলিভিশন অর্থাৎ ছোটপর্দার খুবই পরিচিত মুখ। অনেক সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। এবার সান বাংলার 'বিয়ের ফুল' সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে।
কলকাতা: বিনোদন চ্যানেল (Entertainment Channel) সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'বিয়ের ফুল' (Biyer Phool)। এবার সেই ধারাবাহিকে যুক্ত হতে চলেছেন নতুন সদস্য, অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য (Mousumi Bhattacharyya)। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? রইল সমস্ত খুঁটিনাটি।
'বিয়ের ফুল'-এ এবার মৌসুমী ভট্টাচার্য
মৌসুমী ভট্টাচার্য টেলিভিশন অর্থাৎ ছোটপর্দার খুবই পরিচিত মুখ। অনেক সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। এবার সান বাংলার 'বিয়ের ফুল' সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে। সদ্য 'বিয়ের ফুল' ধারাবাহিক ১০০ পর্ব পার করল। এবার থাকছে বিশেষ চমক। এই চমক হয়ে আসছেন স্বয়ং মৌসুমী ভট্টাচার্য। এবার থেকে দর্শকরা নিয়মিত 'বিয়ের ফুল' ধারাবাহিকে দেখতে পাবেন মৌসুমীকে।
কোন চরিত্রে মৌসুমীকে দেখা যাবে? 'বিয়ের ফুল'-এ ব্রহ্মচারী পরিবারে মেজো নাতির বউ হিসাবে এবার থেকে মৌসুমীকে দেখা যাবে। ব্রহ্মচারী পরিবারের মাথা অর্থাৎ বয়োজ্যেষ্ঠ দাদু অভিনেতা দুলাল লাহিড়ি। এই বাড়িতে ছেলেদের বিয়ে করা নিষেধ। কিন্তু সব নাতিরাই লুকিয়ে বিয়ে করে ফেলছে। মেজো নাতিও ব্যতিক্রম নয়। সে অনেক আগেই মৌসুমীকে লুকিয়ে বিয়ে করেছিল। এই ধারাবাহিকে মৌসুমীর চরিত্রের নাম রীতা। এমনকী তাদের একটা ছোট ছেলেও আছে। কিন্তু ব্রহ্মচারী পরিবারে ঘুণাক্ষরেও এই কথা কেউ জানে না। মেজো নাতি দাদুর ভয়ে এই কথা লুকিয়ে রেখেছে। কিন্তু বাড়ির অন্যান্য নাতিরা বিয়ে করে ফেলছে দেখে এবার রীতাও আসরে নেমে পড়েছে। সে আর মেজো নাতির লুকিয়ে রাখা বউ হয়ে থাকতে চায় না। ব্রহ্মচারী পরিবারে মেজো নাতির বউ হিসাবে মাথা উঁচু করে শ্বশুরবাড়িতে সংসার করতে চায়। সেই নিয়েই বরের সঙ্গে তাঁর ঝামেলা। ছেলেকেও সে কায়দা করে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে।
আরও পড়ুন: 'Jawan' BO Collection: ১৩ দিনে দেশে ৫০০ কোটি পার 'জওয়ান' ছবির, আয়ের নিরিখে পিছনে ফেলল 'কেজিএফ ২'-কে
এই চরিত্র নিয়ে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? মৌসুমী বলেন, 'চরিত্রটার মধ্যে খানিকটা নেতিবাচক স্তরও আছে। এত বছর বিয়ে করেও লুকিয়ে থাকতে হয়েছে রীতাকে, তাই সে প্রতিশোধ নেবে।' বাচ্চা তার বাবাকে চেনে। কিন্তু এই গোটা পরিস্থিতি কী করে সামাল দিল মেজো নাতি? রীতা কি পারবে দাদুকে ম্যানেজ করে মেজো নাতির বউ হিসেবে শ্বশুরবাড়িতে সংসার করতে? এসব জানতে হলে দেখতে হবে সান বাংলায় 'বিয়ের ফুল'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন