New Serial Update: ৩ বছর পর ফের ছোটপর্দায় তথাগত-পায়েল জুটি, আসছে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'
Tathagata-Payel: 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের নায়িকা আলোলিকা সিংহ রায় ওরফে আলো। সিংহ রায় পরিবারের পুত্রবধূ পরিচয়ের বাইরে বেরিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে এই ধারাবাহিক।
কলকাতা: ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। বিপরীতে ছোটপর্দার অপর জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে (Payel De)। সান বাংলায় আসছে নয়া ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। কী ধরনের গল্প বলবে এই ধারাবাহিক? (New Serial Update)
সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'...
'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের নায়িকা আলো ওরফে আলোলিকা সিংহ রায়। সে বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয়' পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্কের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী। সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারও তার প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে, সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার। কিন্তু প্রতিনিয়ত আলোকে মুখোমুখি হতে হয় নানান সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূ, এটাই তো আলোর একমাত্র পরিচয় নয়, আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কি আদৌ কখনও পূরণ হবে? জানতে হলে দেখতে হবে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে', যা শীঘ্রই আসছে সান বাংলায়।
অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের কথায়, 'আমি আর পায়েল, ৩ বছর পর আবার একসঙ্গে মুখ্য জুটি হিসেবে কাজ করছি। এর আগে ২০২১ সালে 'দেশের মাটি' ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করেছিলাম। ফলে আমাদের মধ্যে একটা খুব ভাল বোঝাপড়া রয়েছে। পায়েল আমার খুব ভাল বন্ধু। ফলে একসঙ্গে কাজ করতে পারাটা আবার খুব আনন্দের। ধারাবাহিকে আমার চরিত্রটা ব্যাঙ্কের উঁচু পোস্টে কর্মরত। পারিবারিক ব্যবসা থাকলেও তাতে যোগ দেয় না। দোর্দণ্ডপ্রতাপ বাবা বা ভাই, কারও সঙ্গেই বিশেষ গভীর সম্পর্ক নয়। এই চরিত্রের সবচেয়ে ভাল সম্পর্ক নিজের মেয়ের সঙ্গে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে পড়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসা স্ত্রীয়ের সঙ্গেও খুব একটা ভাল সম্পর্ক নয়। এই চরিত্রটা ভাল মানুষ, কিন্তু পছন্দ-অপছন্দগুলো স্পষ্ট। খানিক রগচটা।'
পায়েল বলছেন, 'আমার চরিত্রের নাম আলো। বাড়ির বড় বউ সে। পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে মিলিয়ে-মিশিয়ে রাখা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করে সে। এই পরিবারের একেকজন এক এক রকমের। তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে চলে আলো। কিন্তু কোথাও গিয়ে একটা নিজের সত্ত্বাটা হারিয়ে ফেলতে থাকে আলো। এমনই এক সময়ে আলো নিজেকে নিজে প্রশ্ন করে যে এই বাড়ির বড় বউ হয়ে থাকাটাই কি তার একমাত্র পরিচয়? শুরু থেকেই দেখা যায় যে আলোকে তাচ্ছিল্য করা হয়, কারণ তার হাইক্লাস পড়াশোনা নেই, ইংরেজিটা সে ভাল পারে না। এই সবকিছুর মোকাবিলা করে সে কি নিজের পরিচয় গড়ে তুলতে পারবে? আলোর সফরের এই গল্পই বলবে ধারাবাহিকটা।' খুব শীঘ্রই শুরু হবে এই ধারাবাহিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।