Nandini Dutta Exclusive: পছন্দের খাবার মটন বিরিয়ানি, অনুসরণ করেন জেনিফার লরেন্সকে, অফস্ক্রিন আড্ডায় 'কৃষ্ণা' নন্দিনী
Bengali Serial: এছাড়াও একটি অভ্যাস আছে অভিনেত্রীর। নন্দিনী বলছেন, 'এটা কেউ জানে না, কিন্তু আমি পরিষ্কার করতে খুব ভালবাসি। মানে জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখা, ধুলোবালি ঝেড়ে দেওয়া।'
কলকাতা: কালার্স বাংলা (Colors Bangla) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishnaa)। প্রত্যেকদিন শত শত মানুষের মনোরঞ্জনের দায়িত্ব নেওয়া ধারাবাহিকের নায়ক নায়িকাদের 'অফস্ক্রিন' জীবন (offscreen life) কেমন? পর্দার বাইরে কেমন করে কাটে তাঁদের দিন? পছন্দের খাবার কী থেকে শুরু করে প্রিয় অভিনেতা কে? এমনই একগুচ্ছ প্রশ্ন নিয়ে ধারাবাহিকের কৃষ্ণা ওরফে নন্দিনী দত্তের (Nandini Dutta) মুখোমুখি হয় এবিপি লাইভ (ABP Live)। ঝটপট উত্তরে মিলল তাঁর ব্যক্তিগত জীবনের খানিক ঝলক।
ব্যস্ত শিডিউল সেরে বাকি সময় কী করেন নন্দিনী?
ধারাবাহিকের শ্যুটিং মানেই প্রচণ্ড ব্যস্ত শিডিউল? প্রায় দিন রাত এক করে চলে শ্যুটিং। তাহলে প্যাকআপের পর বাড়ি ফিরে প্রথম কাজ কী করা হয় অভিনেত্রীর? নন্দিনীর কথায়, 'প্রথমেই বাড়ি গিয়ে আমার বাচ্চাদের আদর করি। সারাদিন আমাকে দেখতে না পেয়ে ওরা খোঁজে আমাকে, আমিও ওদের খুব মিস করি'। বাড়িতে সারমেয় রয়েছে নন্দিনীর। আর অবসর সময় পেলেই বইয়ে মুখ ঢাকেন অভিনেত্রী। তাঁর কথায়, 'বই পড়তে ভাল লাগে কিন্তু এখনও পর্যন্ত নিজেকে পাঠক বলে মনে করি না। আর কয়েক বছর গেলে হয়তো প্রিয় লেখক কে বলতে পারব। তবে এখনও পর্যন্ত আমার পড়া সেরা বই সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো'।'
এছাড়াও একটি অভ্যাস আছে অভিনেত্রীর। নন্দিনী বলছেন, 'এটা কেউ জানে না, কিন্তু আমি পরিষ্কার করতে খুব ভালবাসি। মানে জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখা, ধুলোবালি ঝেড়ে দেওয়া। এতে আমার স্ট্রেস রিলিফ হয়।'
নন্দিনীর কাছে 'ফ্যাশন' কথার অর্থ কী?
পর্দায় একটি নির্দিষ্ট ধরনের সাজে বা পোশাকেই নন্দিনীকে দেখে অভ্যস্ত দর্শক। কিন্তু অফ-ক্যামেরায় নন্দিনী কেমন? ফ্যাশন বলতে তিনি কী বোঝেন? লুক বেশি জরুরি নাকি আরাম? অভিনেত্রীর কথায়, 'ফ্যাশনের সঙ্গে কমফোর্ট প্রয়োজন'। তাঁর প্রিয় পোশাক অবশ্য শাড়ি। ধারাবাহিকের ছিপছিপে চেহারার কৃষ্ণার প্রিয় খাবার মটন বিরিয়ানি, ভাবতে পারেন? তবে একইসঙ্গে 'বাড়িতে বানানো যে কোনও বাঙালি খাবার'ও তাঁর খুব পছন্দের।
প্রিয় সিনেমা, অভিনেতা ও অভিনেত্রী প্রসঙ্গে নন্দিনী
এই ডিজিট্যাল প্ল্যাটফর্মের যুগে নন্দিনী কীভাবে ছবি দেখা পছন্দ করেন? ওটিটি প্ল্যাটফর্মে নাকি প্রেক্ষাগৃহে গিয়ে? তড়িঘড়ি উত্তর, 'অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা পছন্দ করি। সিনেমা আমাকে চিরকালই খুব অনুপ্রাণিত করে। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা, দর্শকের প্রতিক্রিয়া দেখা, এগুলোই আমার কাছে সব।'
প্রিয় অভিনেতা ও অভিনেত্রী কে? নন্দিনী বলছেন, 'প্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্স। আমি ওঁকে খুব পছন্দ করি এবং অনুসরণও করি। আলিয়া ভট্টকেও আমার ভীষণ পছন্দ। বলিউডে আলিয়াই আমার প্রিয় এবং রণবীর কপূর প্রিয় অভিনেতা।' সম্প্রতি দেখা কোনও সিনেমা বা সিরিজ যা খুব ভাল লেগেছে? 'সক্কলের দেখা উচিত, '১২থ ফেল',' বলছেন নায়িকা।
আরও পড়ুন: Grammy Awards 2024: নরেন্দ্র মোদির 'অ্যাবানডান্স ইন মিলেটস' গানটি পেল গ্র্যামিতে মনোনয়ন
রাত পোহালেই কালীপুজো। 'বাড়িতেই পরিবারের সঙ্গে' দিনটি কাটানোর পরিকল্পনা অভিনেত্রীর। আর তারপরেই ভাইফোঁটা। কিন্তু 'দুর্ভাগ্যবশত আমার কোনও ভাই নেই', খানিক উদাস সুরেই বললেন অভিনেত্রী। একইসঙ্গে তাঁর আবেদন, 'কেউ যদি আমার ভাই হতে চাও, আমার থেকে ফোঁটা নিতে চাও, দয়া করে জানাও, আমি খুব খুশি হব।'
সম্প্রতি ২০০ পর্ব পার করেছে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকটি। কোথায় কোন পর্যায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প, জানতে নজর রাখতে হবে প্রত্যেকদিন রাত ৮টায়।