Telly Masala: ফিরে এসেছে টুম্পার কাকা, জগন্নাথের স্নানযাত্রার দিন সমরেশের অস্বাভাবিক মৃত্যু, একঝলকে টেলি মশালা
Telly Masala Update: গোটা সপ্তাহে ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা।
![Telly Masala: ফিরে এসেছে টুম্পার কাকা, জগন্নাথের স্নানযাত্রার দিন সমরেশের অস্বাভাবিক মৃত্যু, একঝলকে টেলি মশালা telly masala daily serial update of upcoming week in a nutshell from 05th June Telly Masala: ফিরে এসেছে টুম্পার কাকা, জগন্নাথের স্নানযাত্রার দিন সমরেশের অস্বাভাবিক মৃত্যু, একঝলকে টেলি মশালা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/1e16b92ffa3188bb761e3bb7752c66601685954491282229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টুম্পার জীবনে ফিরে এসেছে তাঁর কাকা সঞ্জয়। অন্যদিকে জগন্নাথের স্নানযাত্রার দিন কৌশিকীর শ্বশুরবাড়িতে অঘটন। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।
'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)
টুম্পার কাকা সঞ্জয় বাড়ি ফিরে এসেছে। তাকে নিজের পায়ে হাঁটতে দেখে সকলেই অবাক। সঞ্জয় সকলকে জানায় যে আবীর তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছে। এই কথা শুনে আবেগঘন হয়ে পড়ে টুম্পা। সঞ্জয় টুম্পাকে অনুপ্রাণিত করতে থাকে যে দৃঢ়ভাবে নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের আলাদা পরিচয় তৈরি করতে। টুম্পা সিদ্ধান্ত নেয় সে তার পুরনো 'অটোওয়ালি' জীবনে ফিরে যাবে এবং ফের অটো চালাবে। অন্যদিকে আবীর ও গিরিজাকে কাশী পাঠানোর চেষ্টা করতে থাকে পম্পা কিন্তু বুমেরাং হয়ে তার পরিকল্পনা তার দিকে ফিরে আসে। আবীর খুব চাতুর্যের সঙ্গে পম্পাকে তারই প্ল্যানে ফাঁসিয়ে দেয়। তারপর?
'জগদ্ধাত্রী' (Jagadhatri)
জগন্নাথের স্নানযাত্রা নিয়ে উচ্ছ্বসিত সকলে। এমন শুভদিনে কৌশিকীর শ্বশুরবাড়িতে সমরেশের অস্বাভাবিক মৃত্যু ঘটে। অন্যদিকে ফোনে জ্যাসকে সমরেশের খুন হওয়ার আশঙ্কার কথা জানায় তার কাকা সত্যেন্দ্র বাবু। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না। ঘটনার তদন্তের ভার নেয় জগদ্ধাত্রী নিজেই।
'খেলনাবাড়ি' (Khelnabari)
ইন্দ্রকে উদ্ধার করতে বড় পদক্ষেপ নেয় মিতুল। পুরুষের ছদ্মবেশে মিথ্যা চুরির মামলায় নিজেকে জড়িয়ে জেলে ঢোকে সে। এদিকে জেলে ইন্দ্রকে কুখ্যাত অপরাধী নেহাল সিংহের পরিচয়ে রাখা হয়েছে। এই নেহাল সিংহের শত্রু সন্তু যাদব জেলের অপর কয়েদি। সে পরিকল্পনা করে নেহালরূপী ইন্দ্রকে মারার। মিতুল কীভাবে ইন্দ্র প্রাণ বাঁচাবে?
'তুঁতে' (Tnute)
সূচ-সুতোয় বোনা হবে স্বপ্নের গল্প, ভালবাসার কথা। 'খুকুমণি'-র পরে, এবার 'তুঁতে'-র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhshit)-কে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে সৈয়দ আরেফিন (Syed Arefin)-কে। ছোটপর্দায় এই প্রথম জুটি হিসেবে দেখা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীকে। আজ থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প তুঁতে নামের একটি গ্রামের মেয়েকে নিয়ে। গ্রামে থেকেই যে স্বপ্ন দেখে ফ্যাশান ডিজাইনার হওয়ার। কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। তুঁতেকে মিথ্যে কথা বলে পাঠিয়ে দেওয়া হয় শহরে। সে বিশ্বাস করে, তাঁর ফ্যাশান ডিজাইনারের স্বপ্নপূরণ হতে চলেছে। কিন্তু শহরে বাড়িতে এসে তুঁতে জানতে পারে, সেলাইয়ের কাজ নয়, তাঁকে করতে হবে বাড়ির পরিচারিকার কাজ। তারপর?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)