এক্সপ্লোর
উদয় চোপড়ার সঙ্গে নার্গিস ফাকরির বিয়ে?
মুম্বই: উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের কথা আগেও অস্বীকার করেছেন। ফের তাঁদের বিয়ে নিয়ে জল্পনা ওড়ালেন বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরি। ট্যুইটারে তাঁর কটাক্ষ, ‘আপনারা মনগড়া কাহিনী রটাতে ভালবাসেন। এবার নতুন গুজব শুরু হয়েছে। আমার মনে হয়, আমি যাতে কাউকে বিয়ে করি, সেটার জন্য আপনাদের তর সইছে না।’
এক বছরেরও বেশি সময় আগে উদয় ও নার্গিসের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের একসঙ্গে নিউ ইয়র্কে দেখা যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁরা না কী বালিতে একটি বিলাসবহুল রিসর্টেও গিয়েছিলেন। শনিবার মুম্বই বিমানবন্দরেও তাঁদের একসঙ্গে দেখা যায়। নার্গিস মুখ ঢেকে রেখেছিলেন। তবে উদয় হাসিমুখেই ছবি তোলেন।
Wow u guys really love making stuff up. 😂👏🏼 now who started this rumor 😂🤔. I think u r dying for me to marry someone😂😩🤦🏻♀️👏🏼😂 https://t.co/9eQ7Ks7ZIu
— Nargis (@NargisFakhri) May 3, 2017
এর আগে এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ‘আমি ডেটিং করছি কি না, সেই প্রশ্ন করছেন দেখে অবাক লাগছে। উদয় চোপড়া এমন একজন মানুষ, সে বাকি সময়টা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। আমি সারা পৃথিবীতে যত মানুষ দেখেছি, তাদের মধ্যে উদয়ই সেরা। ও যদি কারও বন্ধু হয়, তাহলে সে ভাগ্যবান।’ একসঙ্গে ঘোরাফেরা এবং এই সাক্ষাৎকারের পরেই উদয় ও নার্গিসের বিয়ের জল্পনা তুঙ্গে ওঠে। যদিও নার্গিস সেই খবর অস্বীকার করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement