এক্সপ্লোর
বলিউড থেকে বিয়ের শুভেচ্ছায় যখন ভাসছেন বিরুষ্কা,তখন এই অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন রাখী সাবন্ত!

মুম্বই: গোটা সোশ্যাল মিডিয়া এখন বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। সেই তালিকা থেকে বাদ পড়েনি বলিউড থেকে শুরু করে গোটা ক্রীড়া জগত এবং অবশ্যই বিরুষ্কার ভক্তরা। কিন্তু তার মধ্যেই এই বিয়ের পর খুব অদ্ভূতভাবে নিজের প্রতিক্রিয়া দিলেন রাখী সাবন্ত। সকলেই জানেন, রাখী হলেন বিরাটের অন্ধ ভক্ত। তবে অনুষ্কার সঙ্গে কোহলির বিয়ের পর এভাবে প্রতিক্রিয়া দিতে পারেন রাখী, সেকথা কেউ ভাবতে পারেননি। মাত্র ঘণ্টাখানেক হয়েছে বিরুষ্কার বিয়ের। এই বিয়ের খবর যখন রাখীর কাছে পৌঁছয় তখন তিনি ইন্সটাগ্রামে প্রথমে এই ছবিটি দেন। সেখানে তাঁকে একটি পটের ওপর বসে থাকতে দেখা যায়।
তারপর এই ভিডিওটি দিয়ে নিজের মানসিক অবস্থার কথা জানান রাখী সাবন্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















