Upcoming Bengali Movie: কাজের মাধ্যমে 'সুপারম্যান' হয়ে ওঠার গল্প আনছেন বনি সেনগুপ্ত, পরিচালনায় রিনো দত্ত
Upcoming Bengali Movie: পরিচালকের কথায়, 'সুপারম্যান বলেন যে কোনও মানুষ তাঁর কর্মের দ্বারা "সুপারম্যান" হয়ে উঠতে পারেন। সেই দর্শনেই এগিয়ে চলে আমার ছবির সুপারম্যান। এই ভাবনা সে সকলের মধ্যে ছড়িয়েও দেয়।'
কলকাতা: বাংলা ছবিতে এবার সুপারম্যানের গল্প। নিয়ে আসছেন পরিচালক রিনো দত্ত (Rino Dutta)। অভিনয়ে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। দুই নায়িকার চরিত্রে দেখা যাবে ইশানি ঘোষ (Ishani Ghosh) ও দর্শনা বণিককে (Darshana Banik)। ছবির নাম 'সুপারম্যান' (Superman)। তবে কোনও সুপারন্যাচরাল শক্তি নেই এই সুপারহিরোর, জানালেন পরিচালক নিজেই।
তাহলে কী রকমের গল্প বলবে 'সুপারম্যান'? এবিপি লাইভকে রিনো দত্ত বলেন, 'যে সুপারহিরোদের আমরা সাধারণত চিনি, যাঁদের অনেক সুপারন্যাচরাল ক্ষমতা থাকে, এরকম আমার ছবি নয়। আমার গল্পের সুপারহিরো যে জায়গা থেকে আসছে সেখানে আশেপাশের মানুষের মধ্যে সে প্রচুর সঙ্কট দেখেছে। কিন্তু মানুষ নিজে যতক্ষণ না সঙ্কটে পড়েন ততক্ষণ তো সেটা উপলব্ধি করতে পারেন না অনেকক্ষেত্রেই। ছবির সুপারহিরোর জীবনেও এমন কিছু ঘটনা ঘটবে যার পর সেও মানুষের সমস্যা বুঝতে শুরু করবে, তার মনে হয় মানুষের পাশে দাঁড়ানো উচিত।'
আরও পড়ুন: Upcoming Bengali Movie: পর্দায় সৌরভ-দর্শনা জুটি, আসছে নতুন ছবি 'রিষ'
পরিচালকের কথায়, 'সুপারম্যানের একটা কোট আছে, যে কোনও মানুষ তাঁর কর্মের দ্বারা "সুপারম্যান" হয়ে উঠতে পারেন। সেই দর্শনেই এগিয়ে চলে আমার ছবির সুপারম্যান। এই ভাবনা সে সকলের মধ্যে ছড়িয়েও দেয়।' সবাই বিশ্বাস করতে শুরু করবে যে পরিবেশ,পরিস্থিতি যাই হোক প্রত্যেকটা মানুষই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে তার কাজের মাধ্যমে।
করোনা আবহে বিপদে পড়েন বহু মানুষ। সেই সময়ে বহু মানুষের কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় অচেনা মানুষেও। চেনা-জানার ঊর্ধ্বে উঠে একে অন্যের পাশে দাঁড়ায় সকলে। পরিচালকের কথায়, 'একটা যেন মুভমেন্ট তৈরি হয়েছিল। একজনকে দেখে অন্যজনও সাহায্য করতে এগিয়ে আসেন। সেই থেকে অনুপ্রাণিত হয়েছি প্রচণ্ড। তবে নির্দিষ্ট কোনও ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে না ছবিটি।'
ছবিতে মুখ্য় চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। অভিনেতাকে এমন চরিত্রে দর্শক আগে দেখেননি। সেই কারণে এই ভিন্ন ধারার ছবিতে পরিচালক বনিকেই বেছে নিয়েছেন। ছবিতে মুখ্য নারী চরিত্রে ইশানি। দ্বিতীয়ার্ধ্বে দেখা যাবে দর্শনা বণিককে। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে দর্শনাকে, যে এমনিতে গ্রামের মেয়ে কিন্তু চাকরি সূত্রে শহরে থাকে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ছবির শ্যুটিং। প্রযোজনার দায়িত্ব নিয়েছে 'অমিত আচার্য ফিল্মস'-এর অমিত আচার্য। ছবি মুক্তির তারিখ এখনও স্থির না হলেও অক্টোবর নাগাদ টার্গেট করছেন পরিচালক।