Urfi Javed: অশ্লীলতার দায়েই কি গ্রেফতার হলেন উরফি? ভিডিও প্রকাশ্য়ে আসার পরই শুরু জল্পনা
Bollywood News: এই ভিডিওর কমেন্টবক্সে নজর দিলে দেখা যাচ্ছে উরফিকে নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা।
কলকাতা: উরফি জাভেদ! তাঁর আজব ফ্যাশনের জন্য প্রায় প্রতিদিনই তিনি থাকেন খবরের শিরোনামে। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে উরফির (Urfi Javed) সঙ্গে কথা বলছেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ আধিকারিককে। কিছুক্ষণ কথা বলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরেই উরফিকে গ্রেফতারির জল্পনা উঠেছে। যদিও তাঁকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও এই ভিডিও সত্য়তা যাচাই করেনি এবিপি লাইভ।
আরও পড়ুন...
ঘরে বসে মদ্য়পান করেছি, নিজেকে করুণা করতে শুরু করেছিলাম, 'কফি উইথ কর্ণ'-এ স্বীকারোক্তি ববি দেওলের
এই ভিডিওর কমেন্টবক্সে নজর দিলে দেখা যাচ্ছে উরফিকে নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা। কেউ পোশাকের জন্য উরফিকে গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, তবে কেউ আবার লিখেছেন, 'ফ্যাশনের নামে যেরকম অশ্লীলতার প্রদর্শন করেন উরফি তাতে তাঁকে গ্রেফতার করা সঠিক সিদ্ধান্ত।'
প্রসঙ্গত, অনেকেই সন্দিহান উরফির এই গ্রেফতারির সত্যতা নিয়ে। আদৌ কি মুম্বই পুলিশ ভব্যতা বজায়ের নামে একজন অভিনেত্রীর পোশাকের উপর ফতোয়া চাপাতে পারে নাকি সবটাই প্রচারে থাকার জন্য উরফির নয়া কৌশল এই প্রশ্নই এখন ভাবাচ্ছে। কয়েক দিন আগেই 'ভুলভুলাইয়া' ছবির রাজপাল যাদবের লুকে উরফিকে দেখা গিয়েছিল। সেই ছবি প্রকাশের পর হুমকিও পেতে হয়েছিল অভিনেত্রীকে।
উরফি এই লুক আনতে নিজের মুখে লাল রং করেছিলেন। সেই সঙ্গে পরেছিলেন কমলা ধুতি ও লাল টপ। গলায় গাঁদা ফুলের মালা, এবং কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি ছিল। একেবারে 'ছোটে পণ্ডিত' লুক আনতে যা যা করণীয়, সবই ছিল। কিন্তু সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই শুরু হল বিতর্ক। এবং কিছু ক্ষেত্রে তাঁকে শুনতে হল কুরুচিকর মন্তব্য ও হুমকিও। একাধিক মন্তব্যে অভিযোগ উঠে এল উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন।
২৬ বছর বয়সী উরফি জানিয়েছিলেন যে এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি এবং সেই সঙ্গে যে সকল হুমকি ইমেল তিনি পেয়েছেন তার স্ক্রিনশটও শেয়ার করে নিয়েছিলেন। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আমি এই দেশের মানুষদের দেখে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়ছি, একটি সিনেমার একটি চরিত্রের লুক পুনরায় তৈরি করার জন্য আমি মৃত্যুর হুমকি পাচ্ছি যেখানে সেই চরিত্রটি কোনও বিরূপ প্রতিক্রিয়া পায়নি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন