Urfi Javed: আর 'সিঙ্গল' নয়, প্রেমে পড়েছেন উরফি! কী করেন, কোথায় থাকেন তাঁর প্রেমিক?
Urfi Javed Lover: উরফি নিজে মুম্বইবাসী হলেও, তাঁর প্রেমিক নাকি থাকেন দিল্লিতে। এমনটাই জানিয়েছেন উরফি

কলকাতা: সবসময় চর্চায় থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কখনও তাঁর পোশাক আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবন... প্রত্যেকটা বিষয়ই জায়গা করে নেয় খবরের শিরোনামে। কখনও কখনও তাঁর ফ্যাশন সেন্স নিয়েও ট্রোলিং হয় বিস্তর। তবে এবার তিনি চর্চায় একেবারে ব্যক্তিগত কারণের জন্যই। অনেকেই, অনেকবার জানতে চেয়েছেন, উরফির জীবনে কোনও প্রেম রয়েছে কি না? আর এই বিষয়ে এই প্রথমবার মুখ খুলেছেন উরফি। জানিয়েছেন, সিঙ্গল নন তিনি। তাঁর জীবনেও প্রেম রয়েছে।
উরফি নিজে মুম্বইবাসী হলেও, তাঁর প্রেমিক নাকি থাকেন দিল্লিতে। এমনটাই জানিয়েছেন উরফি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, তাঁর প্রেমিক নাকি খুব লাজুক গোছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামেও কোনও পোস্ট করেন না তিনি। বলাই চলে, উরফির প্রেমিকের কোনও ডিজিট্যাল ফুটপ্রিন্টই নেই। উরফির প্রেমিকের পেশা কী, তা নিয়ে কথা বলেননি উরফি। তবে তিনি জানান, তাঁর প্রেমিক ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা।
প্রেমিকের সঙ্গে উরফির আলাপ
উরফি জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল একেবারে সিনেমার মতোই। সেই সময়ে তাঁর প্রেমিকের বিয়ের কথা চলছিল। দেখাশোনা করে বিয়ে। উরফির প্রেমিকের বাবা ও মা ছিলেন সেখানে। উরফি প্রেমিক ও তাঁর বাবা মায়ের সঙ্গে দেখা করে সেই বিয়ে ভেঙে দেন। তবে উরফি জানান, তাঁর প্রেমিকের মোটেই বিয়ে পাকা হয়ে যায়নি। দেখাশোনা চলছিল কেবল। যে মেয়েটির সঙ্গে উরফির প্রেমিকের বিয়ের কথা হয়েছিল, তার সঙ্গে মাত্র কয়েকবারই দেখা হয়েছিল উরফির প্রেমিকের। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে উরফির সঙ্গেই সম্পর্ক রয়েছে সেই যুবকের।
View this post on Instagram
এর আগে অবশ্য, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কথাই বলেছিলেন উরফি। ভাইরাল হয়েছিল একটি ক্লিপিংস ও। ক্লিপিংয়ে শোনা গিয়েছিল উরফিকে একজন প্রশ্ন করছেন, 'তোমার কেন মনে হয় তুমি প্রেম, পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসটা পাওয়ার যোগ্য নয়?' উত্তর দিতে গিয়ে উরফির চোখে জল। তিনি নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, 'আমি যে ধরণের মানুষ.. সেই কারণেই এমনটা মনে হয়।' ক্লিপিংস শেষ হয়ে গিয়েছে সেখানেই। তবে কেন হঠাৎ নিজের প্রেম, সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরণের কথা বললেন উরফি, সেই উত্তর লুকিয়ে 'ফলো কর লো ইয়ার' -এ। এই ভিডিও শেয়ার করে উরফি লিখেছেন, 'জীবনে কখনও কারোও সামনে নিজেকে এতটা মেলে ধরতে পারিনি।'






















