Urfi Javed: ঠোঁট, মুখ ফুলে ঢোল, লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! ভাইরাল ছবি
Urfi Javed News: উরফি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উরফি অকপটে জানিয়েছেন, খুব অল্প বয়সে তিনি একবার লিপ ফিলিং করিয়েছিলেন, যার ফল হয়েছিল মারাত্মক

কলকাতা: বিভিন্ন স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে ফ্যাশন সেন্স.. সব সময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। কখনও তিনি ট্রোলিংয়ের শিকার হন, আবার কখনও তিনি প্রশংসা পান। তবে ট্রোলিংকে তিনি কোনোকালেই পাত্তা দেন না। বিভিন্ন ফ্যাশন স্টেটমেন্টে সেজে এসে সবাইকে চমকে দেন তিনি। পাশাপাশি, উরফি নিজের ব্যক্তিগত জীবন ও মেলে ধরতে পিছপা হন না। তবে এবার উরফি এমন একটি বিষয় প্রকাশ্যে এসেছে, যেটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উরফি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উরফি অকপটে জানিয়েছেন, খুব অল্প বয়সে তিনি একবার লিপ ফিলিং করিয়েছিলেন, যার ফল হয়েছিল মারাত্মক।
লিপ ফিলিং করিয়ে উরফির ভয়াবহ পরিণতি
উরফি জাভেদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, মাত্র ১৮ বছর বয়সে তিনি লিপ ফিলিং করিয়েছিলেন এবং পরবর্তীকালে তা অস্ত্রোপচারের মাধ্যমে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছেন। ভিডিও পোস্ট করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, 'আমি আমার লিপ ফিলিং করিয়েছিলাম বটে, কিন্তু পরে আবার সেটাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হয় কারণ ফল হয়েছিল একেবারে উল্টো। আমি ফিলিং করাব, তবে স্বাভাবিক উপায়ে। আমি ফিলিং-কে একেবারে না বলছি না'। উরফি ফিলিং সরানোর করার ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে তাঁর চোখ লাল হয়ে গেছে এবং মুখ ও ঠোঁট সম্পূর্ণভাবে ফুলে গিয়েছে। আগামী কিছুদিন উরফিকে লিপ ফিলিং ছাড়া দেখা যাবে বলেই তিনি নিজে জানিয়েছেন।
View this post on Instagram
অ্যালার্জির সমস্যাতেও ভুগছেন উরফি জাভেদ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদের অ্যালার্জিরও সমস্যা রয়েছে। এটা মাঝে মধ্যেই তাঁকে ভোগায়। তিনি জানিয়েছেন যে তিনি এই সমস্যারও চিকিৎসা করাচ্ছেন। ভিডিও শেয়ার করে তিনি আরও জানিয়েছেন যে ফিলিং সরিয়ে ঠোঁটকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসা খুবই বেদনাদায়ক এবং এটি ভাল ডাক্তারের কাছ থেকে করানোই ভাল। কাজের ক্ষেত্রে, সম্প্রতি করণ জোহরের শো ‘দ্য ট্রেটরস’-এ দেখা গিয়েছিল তাঁকে। এই শোয়ের বিজয়ী হওয়ার পরেও উরফি জাভেদের আলোচনা সর্বত্র হয়েছিল।






















