Urvashi Rautela: 'দাবিডি দিবিডি' নেচে চর্চায়, শুনতে হয়েছে কটাক্ষও! এবার ঊর্বশী বলছেন 'টাচ কিয়া'
Urvashi Rautela New Music Video: এবার প্রকাশ্যে এল তাঁর নতুন গান 'টাচ কিয়া'-র ঝলক

কলকাতা: এর আগে 'ডাকু মহারাজ'-এর গান 'দাবিডি দিবিডি'-তে নাচ করে চর্চায় ছিলেন তিনি। শুধু চর্চা বললে কম বলা হবে, প্রশংসার পাশাপাশি এসেছিল চূড়ান্ত কটাক্ষও। স্বল্পবসনা হয়ে ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) কেন নন্দমুরির সঙ্গে নাচ করেছেন, সেই নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ কিছু কম শুনতে হয়নি। কথা উঠেছে ঊর্বশী আর নন্দমুরির বয়সের পার্থক্য থেকে শুরু করে নাচের ভঙ্গিমা নিয়েও। আর এবার, ফের আরেক নতুন গানে ঊর্বশী রাউতেলা। এবার তিনি শুধুই 'টাচ' করবেন!
এবার প্রকাশ্যে এল তাঁর নতুন গান 'টাচ কিয়া'-র ঝলক। বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল অভিনীত ‘জাট’ ছবির একটি গান। সেখানেই দেখা গেল ঊর্বশীর লাস্যময়ী নাচ। কুমারের লেখা এবং মধুবন্তী বাগচী এবং শহিদ মাল্যের গাওয়া এই ট্র্যাক ইতিমধ্যেই চর্চায়। 'দাবিডি দিবিডি'-র মতো এই গানেও যথেষ্ট লাস্যময়ী উর্বশীর নাচ। প্রসঙ্গত, এর আগে 'ডাকু মহারাজ'-এর গান 'দাবিডি দিবিডি'-তে যথেষ্ট উত্তেজক নাচ করেছিলেন উর্বশী। এর জেরে অবশ্য আগের ছবির গান ছবিমুক্তির সময় বাদ পড়েছিল। যদিও 'দাবিডি দিবিডি'- জন্যই ‘ডাকু মহারাজ’ মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পা রেখেছিল। এবার অনুরাগীদের নজর, ঊর্বশীর নতুন 'টাচ কিয়া'-র হাত ধরে ‘জাট’ ছবিটি কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার। তবে পাশাপাশি প্রশ্ন রয়ে যাচ্ছে 'দাবিডি দিবিডি'-র মতো এই গানেও কাঁচি চলবে না তো?
এর আগে একবার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের চর্চা শুরু হয়েছিল ঊর্বশীর। সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊর্বশী। ঊর্বশীর অভিযোগ, সবাই তাঁকে নিয়ে মজা করছে, তাঁকে স্টকার বলা হচ্ছে এবং তাঁকে সমর্থন করতে এগিয়ে আসছেন না কেউ! ঊর্বশী লিখছেন, 'প্রথমে ইরানের মাহাশা আমিনি আর তারপর ভারতে। এখন আমায় নিয়ে সবাই ঠাট্টা করছে, আমায় স্টকার বলছে। আমায় কেউ সমর্থন করছেন না তো বটেই, এমনকি আমার অনুভূতির কথাও ভাবছেন না। একজন দক্ষ ও আত্মবিশ্বাসী নারী খুব গভীরভাবে চিন্তা করে আর নির্ভয়ে ভালোবাসে। তার হাসির মতোই সাধারণভাবে তাঁর চোখে জল আসে। সে নরম কিন্তু শক্তিশালী। সে ভগবানের দান।' যদিও ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে কখনোও মুখ খোলেননি ঊর্বশী।
View this post on Instagram






















