Vaani Kapoor: ফাওয়াদের সঙ্গে কাজের কোনও চিহ্ন রাখতে চান না, কী করলেন বাণী কপূর?
Vaani Kapoor on Fawad Khan: সামনেই এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ফলে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচারের জন্য বিভিন্ন ছবি শেয়ার করে নিয়েছিলেন বাণী

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই পাকিস্তানের পণ্য থেকে শুরু করে একাধিক দিক থেকে ওই দেশকে কার্যত বর্জন করার পথ নিয়েছে ভারত। আর এই আবহেই ভারতে নিষিদ্ধ হয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)-এর নতুন সিনেমা 'আবির গুলাল' (Abir Gulal)। এই ছবিটি মুক্তি পাবে না ভারতে। এই ছবিতেই ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছেন বাণী কপূর (Vaani Kapoor)। তবে সেই ছবি মুক্তি পাচ্ছে না ভারতে। আর এবার, ফাওয়াদ খানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বাণী কপূর।
সামনেই এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ফলে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচারের জন্য বিভিন্ন ছবি শেয়ার করে নিয়েছিলেন বাণী। তবে এখন তাঁর সোশ্যাল মিডিয়ায় তাঁর আর কোনও পোস্ট নেই। 'আবির গুলাল' সংক্রান্ত সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই ভারত থেকে নিষিদ্ধ করা হয়েছে ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ফলে আপাতত সোশ্যাল মিডিয়ায় 'আবির গুলাল' সংক্রান্ত কোনও পোস্টই দেখা যাচ্ছে না।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ধরে ধরে খুন করে জঙ্গিরা। সেই জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সংযোগ ধরা পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন The Resistance Front ভারতে হামলা চালিয়েছে। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে ইতিমধ্যেই। পাকিস্তানিদের ভারতের ভিসা দেওয়া বন্ধের পাশাপাশি, কূটনৈতিক সম্পর্ক ছিন্নর কথাও জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। (Fawad Khan)
এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ফাওয়াদ অভিনীত ছবি 'আবির গুলাল' নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল। পাকিস্তানি অভিনেতার ছবিকে ভারতে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে দাবি উঠছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবির মুক্তিতে অনুমতি দিল না। আগামী ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজক বিবেক বি আগরওয়াল, পরিচালত আরতী এস বাগড়ি।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। একের পর এক বড় ব্যানারের ছবিতে চুটিয়ে অভিনয় করছিলেন তিনি। দর্শকদের মনে, বিশেষ করে মহিলা অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে অভিনয় করা নিয়ে আপত্তি ওঠে। মহারাষ্ট্রে রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা বিশেষ করে আপত্তি জানায়, বিজেপি-র তরফেও সেই নিয়ে আপত্তি ওঠে। এর পর তল্পিতল্পা গুটিয়ে ফাওয়াদ-সহ সমস্ত পাকিস্তানি শিল্পীকে দেশে ফিরে যেতে হয়। ভারতে আর ছবি করার অনুমতি পাননি।























