এক্সপ্লোর
রণবীর সিংহ ও সুশান্ত সিংহ রাজপুতের প্রশংসা বাণী কপূরের, যা বললেন তা খুশি করবে দুই অভিনেতাকেই
দুই সহ অভিনেতা রণবীর সিংহ ও সুশান্ত সিংহ রাজপুতের প্রশংসায় বলিউড অভিনেত্রী বাণী কপূরের। ‘বেফিকরে’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন বাণী। অন্যদিকে, ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ বাণী অভিনয় করেছিলেন সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে।

মুম্বই: দুই সহ অভিনেতা রণবীর সিংহ ও সুশান্ত সিংহ রাজপুতের প্রশংসায় বলিউড অভিনেত্রী বাণী কপূরের। ‘বেফিকরে’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন বাণী। অন্যদিকে, ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ বাণী অভিনয় করেছিলেন সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে। বাণী রণবীর ও সুশান্তর দেহ সৌষ্ঠবের ভূয়সী প্রশংসা করেছেন। একটি অনুষ্ঠানে বাণী দুই সহ অভিনেতার প্রশংসা করেছেন। সুশান্ত ও রণবীরের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা অনুষ্ঠানের সঞ্চালক বলায় কিছুটা দ্বিধায় পড়ে যান বাণী। বলেন, ‘হে ভগবান! দুজনের তুলনা ও একজনকে বেছে নেওয়া খুবই মুশকিল’। একইসঙ্গে বাণী বলেন, ‘আমার মনে হয়, পরিশ্রম করার ব্যাপারে দুজনেই সমান এবং আমার মনে হয়েছে যে, দুজনেরই দেহ সৌষ্ঠব খুবই ভালো’। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’-এর সাফল্য এখন চুটিয়ে উপভোগ করছেন এই সিনেমার অভিনেত্রী বাণী।
খুব শীঘ্রই তাঁকে রণবীর কপূরের সঙ্গে ‘শমশেরা’ সিনেমা দেখা যাবে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















