এক্সপ্লোর
Advertisement
নগ্ন ঘুরতে ভালবাসেন! বরুণ ধওয়ানের স্বীকারোক্তি শুনে চমকালেন কর্ণ
মুম্বই: তারকাদের নিয়ে ছোটপর্দার জনপ্রিয় টক-শো কফি উইথ কর্ণ শুরু হয়ে গেছে। প্রথম দুটি পর্বে এসে শাহরুখ-আলিয়া এবং অক্ষয়-টুইঙ্কল বহু বিস্ফোরক তথ্য দর্শকের সামনে খোলাখুলি বলে দিয়েছেন। এবার তৃতীয় পর্বে আসছেন অর্জুন কপূর এবং বরুণ ধওয়ান। শোয়ের ট্রেলর থেকে যে ঝলক পাওয়া গিয়েছে, তাতে পরিষ্কার, আগামী সপ্তাহের কফি উইথ কর্ণ অর্জুন-বরুণকে নিয়ে কিছু কম আকর্ষক হবে না।
কফি উইথ কর্ণ-এর এই পর্বের টিজারে দেখা গিয়েছে বরুণ-অর্জুনের শৈশবের দিনগুলো। সেখানেই নিজের জীবনের একটি গোপন পছন্দের কথা ফাঁস করে দেন ডেভিড ধওয়ানের পুত্র। বরুণ জানিয়েছেন, তিনি নগ্ন ঘুরতে ভালবাসেন এবং ভাবনাচিন্তায় ‘নুডিস্ট’ও। তবে বরুণের এই অদ্ভুত ইচ্ছে সম্পর্কে জানতে পেরে কিছুটা চমকেই গেছেন শোয়ের উপস্থাপক কর্ণ এবং অন্যতম অতিথি অর্জুন কপূর।
তবে অর্জুনকেও ছাড়েননি কর্ণ। অর্জুনের ব্যক্তিগত জীবনে কিছু বিতর্কের কথা বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা যায়। সেপ্রসঙ্গের উল্লেখ না করে কর্ণ তাঁর কাছে জানতে চান, যেহেতু তিনি এখন একা, তাহলে ‘সেক্স’-এর ব্যাপারে তিনি কী ভাবছেন? অর্জুনের সোজাসাপটা উত্তর ‘হ্যাভিং ইট’। ট্রেলরে প্রকাশিত শোয়ের সামান্য এই ঝলক থেকে বোঝাই যাচ্ছে, আরেকটি উত্তেজনাপূর্ণ, আকর্ষক শো হতে চলেছে পরবর্তী পর্বে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement