ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

মুম্বই: ফের অসুস্থ অভিনেতা দিলীপ কুমার। আজ তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতা কয়েকদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। পাশাপাশি, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় (ডিহাইড্রেশন) সমস্যা আরও বেড়ে যায়। অভিনেতাকে রাখা হয়েছে আইসিইউ-তে। করা হচ্ছে নানা পরীক্ষা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ দিলীপ কুমারকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ফল আসার পরই তাঁর শারীরিক অবস্থার একটা আভাস আগামীকাল পাওয়া যাবে। সেইমতো ব্যবস্থাগ্রহণ হবে।
গত কয়েক বছর ধরেই বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন দিলীপ কুমার। ৯৪ বছরের কিংবদন্তী অভিনেতাকে গত ডিসেম্বরেই নিউমোনিয়া ও পায়ে সংক্রমণ নিয়ে ভর্তি করা হয়েছিল।
অভিনেতাকে গত বছর ডিসেম্বরে য় আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি হন এই অভিনেতা।






















