এক্সপ্লোর
Advertisement
চলে যাওয়ার সময় কেন তাড়াহুড়ো বাবা? শক্তি ঠাকুরের মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারলেন না মেয়ে
বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন....তুমি কি কোনওদিনও কোনও পাপ করনি বাবা?..... নইলে এভাবে দু’ঘণ্টার মধ্যে কে চলে যায়? লিখলেন মেহুলি
কলকাতা: 'আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়, জীবনে কোনওদিনও শ্মশানে আসিনি, আজ সবই জীবনে প্রথম বার... বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন....তুমি কি কোনওদিনও কোনো পাপ করোনি বাবা?..... নইলে এভাবে দু’ঘণ্টার মধ্যে কে চলে যায়?'
চলে গেলেন শক্তি ঠাকুর। বাংলা চলচ্চিত্র জগতে এক সময়ে দাগ কেটে গিয়েছিল তাঁর গান ও অভিনয়। বাবার মৃত্যুর কথা প্রথম ফেসবুকেই জানান বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। জানান, গুরুতর হার্ট অ্যাটাকে মাত্র দু’ঘণ্টার মধ্যে প্রাণ হারান শক্তি। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
সোমবার ভোরে শক্তি ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয় একটা সময় প্রশংসিত হয়। জনপ্রিয় হয়েছিল তাঁর গাওয়া গানও।
তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুর আছেন সুইৎজারল্যান্ডে। এই মুহূর্তে দেশে ফিরতে পারেননি তিনিও। বাবার মৃত্যুতে আবেগ প্রবণ পোস্ট করেন বড় মেয়ে মেহুলি। তিনি আরও লেখেন, 'সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম...... আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?...আমি তো তোমার কার্বন কপি.... আমিও তোমারি মতন তাড়াহুড়ো করে চলে যাবো দেখো... কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম......'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement