এক্সপ্লোর
মা অমৃতা সিংহর বাড়ি ছাড়ার জল্পনা খারিজ করলেন সারা আলি খান

মুম্বই: বলিউডে প্রথম দুটি সিনেমাতেই সাফল্য পেয়েছেন সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা আলি খান। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ও রণবীর সিংহর বিপরীতে ‘সিম্বা’ সিনেমায় দেখা গিয়েছে সারাকে। কয়েকদিন আগে গাড়িতে প্যাকেটবন্দী বড়সড় জিনিসপত্র সহ সারার ছবি ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। ভ্যালেন্টাইন ডে-তে (১৪ ফেব্রুয়ারি) সারা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন একটা শুরু!’ ছবিতে তাঁকে কিছু খোলা বাক্সের মাঝে পোজ দিতে দেখা গিয়েছে।
এরপর থেকেই কোনও কোনও মহলে জল্পনা ছড়ায় যে, সারা তাঁর মায়ের বাড়ি থেকে নতুন অ্যাপার্টমেন্টে আসছেন। সম্প্রতি ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ সারা ওই জল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন। বললেন, এসব সর্বৈব মিথ্যে। সারা বললেন, ‘এটা পুরোপুরি মিথ্যে গুজব। আমি মায়ের সঙ্গেই আছি এবং মায়ের সঙ্গেই আমি খুশিতে থাকি’। মজার ছলে সারা বলেছেন, ‘আরও অনেক সময় মাকেই জ্বালাতন করব’। প্রথম দুটি সিনেমার সাফল্যের পর সারার নতুন কোনও প্রকল্পের ঘোষণা হয়নি। ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল ২’ সিনেমায় অভিনয় করতে পারেন বলে খবর ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















