এক্সপ্লোর
ভিডিও: হাত মেলাতে হাত বাড়ালেন সারা, চুম্বনের চেষ্টা অনুরাগীর, তীব্র নিন্দা সোশাল মিডিয়ায়
সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমায় সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা আলি খানের পারফরম্যান্স সমালোচক ও অনুরাগীদের প্রশংসা আদায় করে নিয়েছে। এরপর তাঁকে রণবীর সিংহর বিপরীতে ব্লকবাস্টার সিনেমা ‘সিম্বা’-তেও অভিনয় করেন সারা।

নয়াদিল্লি:সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমায় সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা আলি খানের পারফরম্যান্স সমালোচক ও অনুরাগীদের প্রশংসা আদায় করে নিয়েছে। এরপর তাঁকে রণবীর সিংহর বিপরীতে ব্লকবাস্টার সিনেমা ‘সিম্বা’-তেও অভিনয় করেন সারা। এই দুটি সিনেমার সাফল্যের জন্য ২৪ বছরের সারা বলিউডে অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন। অন্যতম জেন-নেক্সট অভিনেত্রী হিসেবে অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল একটি জিমের বাইরে।
ফিটনেস নিয়ে খুবই সচেতেন সারা। জিমে ঘাম ঝরিয়ে বাইরে আসার পর বেশ হাসিখুশিই ছিলেন তিনি। আলোকচিত্রীদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে গাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। এরইমধ্যে অনুরাগীদের আবদারও পূরণ করেন তিনি এবং হাসি মুখে তাঁদের সঙ্গে পোজও দিলেন। ছবি তুলতে যখন ব্যস্ত ছিলেন অভিনেত্রী তখনই এক ব্যক্তির আচরণে ক্ষুন্ন হন তিনি। সারা করমর্দনের জন্য হাত বাড়িয়েছিলেন। ওই ব্যক্তি ঝুঁকে তাঁর হাতে চুম্বন করার চেষ্টা করেন। ওই ব্যক্তির আচরণে হকচকিয়ে যান সারা, সেই সঙ্গে খুবই বিরক্ত হন তিনি। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। নিরাপত্তা কর্মীদেরও ওই ব্যক্তিকে সরিয়ে দিতে ছুটে আসতে হয়। বেশ কয়েকজন আলোকচিত্রী এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।View this post on Instagram#SaraAliKhan snapped for a meeting in Mumbai today #thursday #ManavManglani
সোশাল মিডিয়ায় অনেকেই ওই ব্যক্তির অভব্য আচরণ ও সীমা ছাড়িয়ে যাওযার তীব্র সমালোচনা করেছেন। এর পাশাপাশি, সারা যেভাবে সংযত থেকেছেন, তাও প্রশংসা আদায় করে নিয়েছে। সারাকে ইমতিয়াজ আলি পরিচালিত আসন্ন সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় রয়েছেন কার্তিক আরিয়ানও। আগামী ১৪ ফেব্রুয়ারি এই সিনেমা মুক্তি পারে। এছাড়াও বরুণ ধবনের বিপরীতে ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে সারাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















