এক্সপ্লোর
তিরিশের জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট বিরাটের, ক্যাপশনে কী লিখলেন দেখুন!

ভারতীয় স্কিপার বিরাট কোহলির লেডিলভ বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার আজ তিরিশ বছরের জন্মদিন। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন কোহলি। ছবির সঙ্গে ক্যাপশনে বিরাট লেখেন, হ্যাপি বার্থ ডে মাই লভ....। আমার জীবনের সবচেয়ে ইতিবাচক এবং সৎ ব্যক্তি। ভালবাসা।
সম্প্রতি আইপিএল-এর সৌজন্যে বিরুষ্কা এখন একসঙ্গে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন। স্টেডিয়ামে যখন খেলায় মেতে থাকছেন বিরাট, তখন গ্যালারি থেকে চিয়ার আপ করতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামীর থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার পর অনুষ্কা তাঁর এই বছরের পরিকল্পনার কথা সকলকে জানালেন। পড়ে দেখুন কী পরিকল্পনা রয়েছে বিরাট ঘরণীর এই বছর।
সত্যিই অনুষ্কার ভাবনা খুবই প্রশংসনীয়। নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে একটি পশুদের জন্যে নিরাপদ আস্তানও তৈরি করছেন অনুষ্কা। মুম্বই থেকে কিছু দূরেই থাকছে সেই আস্তানা। সেখানে পশুদের সবধরনের সেবা, ভালবাসা, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনুষ্কা। অনুষ্কার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পশুদের জন্যে এমন নিরাপদ স্থান তৈরি করা। সেই স্বপ্নপূরণের জন্যে সকলের আশীর্বাদ এবং সাহায্য চেয়েছেন অনুষ্কা।???? pic.twitter.com/CgtI9xS20w
— Anushka Sharma (@AnushkaSharma) May 1, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















