KK Demise: ক্যায়সে কহে দিয়া আলবিদা! শোকস্তব্ধ সেহওয়াগ, লক্ষ্মণ
Singer KK Death: ভারত বিখ্যাত জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভি এস লক্ষ্মণ।
মুম্বই: কে কে-র মৃত্যুতে ভেঙে পড়েছে বিনোদন জগত থেকে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও। ভারত বিখ্যাত জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভি এস লক্ষ্মণ। সোশ্য়াল মিডিয়ায় কেকে-র ছবি পোস্ট করে সেহওয়াগ লিখেছেন, ''কে কে-র মৃত্যুর খবর শুনে সত্যিই ভীষণ খারাপ লাগছে। কলকাতায় অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আরও একবার প্রমাণ হয়ে গেল যে জীবন কতটা অপ্রত্যাশিত। ওঁনার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। ওঁম শান্তি।''
ভিভি এস লক্ষ্মণ ট্যুইট করেন,
Saddened by the untimely demise of a wonderful Singer, KK. He will live on through his music.
— VVS Laxman (@VVSLaxman281) May 31, 2022
My heartfelt condolences to his family and friends. Om Shanti🙏🏼 pic.twitter.com/5V7FybYMnQ
কলকাতায় প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী কে কে। নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে অসুস্থ বোধ করেন তিনি। হোটেল ফেরার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রখ্যাত সঙ্গীতশিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বয়স হয়েছিল ৫৩ বছর। পরপর দু’দিন কলকাতায় অনুষ্ঠান করেন কে কে। আজ সন্ধে ৬টা ৪৫ মিনিটে নজরুল মঞ্চে, উল্টোডাঙার গুরুদাস কলেজের অনুষ্ঠান শুরু করেছিলেন তিনি। বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। সেখান থেকে হোটেলে ফিরে যান তিনি। তারপর তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একাধিক ভাষায় গান গেয়েছেন কে কে
১৯৬৮-র ২৩ অগাস্ট, দিল্লিতে জন্ম কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত দুনিয়ায় কেকে নামেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিরোরি মল কলেজের প্রাক্তনী কে কে নিজের গানের জাদুতেই অসংখ্য অনুরাগীর হৃদয় জয় করেছেন। বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা।