এক্সপ্লোর
করোনা আক্রান্ত ঐশ্বর্য, দ্রুত আরোগ্য কামনা করে বার্তা প্রাক্তন প্রেমিক বিবেকের
সলমনের সঙ্গে তখন সদ্য বিচ্ছেদ হয়েছে ঐশ্বর্যের। বিবেকের সঙ্গে ডেট করতে শুরু করেন মিস ওয়ার্ল্ড।

মুম্বই: প্রথমে অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। রবিবার দুপুরে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও কন্যা আরাধ্যাও। দেশে, এমনকী গোটা বিশ্বেই শুরু হয়ে গিয়েছে তাঁদের আরোগ্য প্রার্থনা। ঐশ্বর্যর দ্রুত সুস্থতা কামনা করলেন বিবেক ওবেরয়ও! যাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে একসময় সরগরম ছিল বি-টাউন। সলমনের সঙ্গে তখন সদ্য বিচ্ছেদ হয়েছে ঐশ্বর্যের। বিবেকের সঙ্গে ডেট করতে শুরু করেন মিস ওয়ার্ল্ড। দুজনকে বেশ কিছুদিন একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ‘কিউ! হো গয়া না...’ সিনেমায় পর্দায় একত্রে দেখা যায় বিবেক-ঐশ্বর্যকে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিচ্ছেদ হয়ে যায়। পরে দুজনের সম্পর্কে তিক্ততাও তৈরি হয়। একটি মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিতর্কে জড়ান বিবেক। সেই মিমে সলমন-ঐশ্বর্যর ছবিকে ওপিনিয়ন পোল, বিবেক-ঐশ্বর্যর ছবিকে এগজিট পোল ও আরাধ্যা-সহ অভিষেক-ঐশ্বর্যার ছবিকে ফলাফল বলে উল্লেখ করা ছিল। পরে অবশ্য তিনি ক্ষমাও চান। রবিবার কন্যা আরাধ্যা ও ঐশ্বর্যের ছবি দিয়ে বিবেক ট্যুইট করেন, ‘তোমরা ভাল থাকো। আমাদের প্রার্থনা রয়েছে তোমাদের সঙ্গে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স




















