Vivek Agnihotri on Kashmir News: 'কাশ্মীরকে রক্ষা করুন, নজর দিন বাংলার দিকেও', পহেলগাঁওতে নারকীয় ঘটনার পরে অমিত শাহের কাছে আর্জি বিবেক অগ্নিহোত্রীর
Vivek Agnihotri on Kashmir Attack News: 'কাশ্মীর ফাইলস' পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। সেই ছবিতে তুলে ধরা হয়েছিল কাশ্মীরে মূলত হিন্দুদের পরিস্থিতি, সন্ত্রাস ও চূড়ান্ত ভয়াল এক পরিস্থিতি।

কলকাতা: মৃত্যুপুরী কাশ্মীর। কাশ্মীরে জঙ্গি-নিশানায় পর্যটকরা, পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে, হত্যালীলা চালাল জঙ্গিরা। জঙ্গি হামলার মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকের। কাশ্মীরে জঙ্গি হানায় ২৮ জনের বেশি মৃত্যুর আশঙ্কা, এমনটাই খবর সূত্রের। তবে মৃত্যু মিছিল দীর্ঘ হতে পারে বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁওয়ে এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত, মত সব মহলের। আর এই বিষয়ে এবার ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)।
কয়েক বছর আগে 'কাশ্মীর ফাইলস' (Kashmir Files) পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। সেই ছবিতে তুলে ধরা হয়েছিল কাশ্মীরে মূলত হিন্দুদের পরিস্থিতি, সন্ত্রাস ও চূড়ান্ত ভয়াল এক পরিস্থিতি। বেছে বেছে হামলা হচ্ছে হিন্দুদের ওপর। সেই 'কাশ্মীর ফাইলস' -এর ছবিই যেন উঠে এল বাস্তবে। পহেলগাঁও-এর ভয়াল ভয়ঙ্কর ছবি যেন ভুলতে পারছেন না সাধারণ মানুষেরা। কাশ্মীরে হাড়হিম করা জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
আর এই ঘটনায় বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, 'ভগবান.. ভগবান... ভগবান... চিকাগোতে নেমে কাশ্মীরের অমানবিক হামলার বিষয়ে খবরটা পেলাম। আমি অনেকদিন ধরে এই ভয়টাই পেয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে এটাই বলে আসছিলাম। কাশ্মীরে শান্তি নেই, কাশ্মীরে যেটা ছিল সেটা হল সুপরিকল্পিত নিস্তদ্ধতা। অমিত শাহের কাছে আমার অনুরোধ থাকবে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। বাংলার দিকেও নজর দিন যাতে আরও একটা দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা সবাই বোধহয় এই কায়দাটা জানি।'
সূত্রের খবর, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটক খুন করা হয়েছে। বেশ কিছু ভিডিও থেকে জানা গিয়েছে, বৈসরণ উপত্যকার রিসর্টে লস্কর জঙ্গিদের এলোপাথাড়ি গুলি চলে। সেই সময় কেউ বসেছিলেন খেতে, কেউ আবার বাইরে প্রকৃতি উপভোগ করতে বেরিয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন হানা দেয় সেখানে। প্রত্যেকের নাম জিজ্ঞেস করে করে গুলি করা হয়। পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার ঠিক পরমুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে। যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে! এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। এদিকে, কাশ্মীরে জঙ্গি হানার শিকার পর্যটকরা, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
OMG. OMG. OMG.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 22, 2025
Just landed in Chicago to learn about this inhuman tragedy. I had feared this for a long time. I’ve been saying all along — it wasn’t peace in Kashmir, it was a strategic silence.
I urge @AmitShah ji to immediately safeguard both Kashmir and Bengal before another… pic.twitter.com/NTHzYuxORO






















