এক্সপ্লোর
Advertisement
'২০১০-এ আমার বয়স ছিল ১৫’, মন্তব্য নিয়ে স্বরাকে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বরা ভাস্কর বলে ফেলেন, ২০১০ সালে তাঁর বয়স ছিল পনেরো। কিন্তু উইকিপিডিয়া বলছে, স্বরা ভাস্করের বর্তমান বয়স...
মুম্বই: অভিনেত্রীরা নিজেদের বয়স গোপন করেন, এমন অভিযোগ তো করেন অনেকেই। কিন্তু হালে ইন্টারনেটের যুগে সবকিছু যেখানে খোলা খাতার মতো, সেখানে বয়স লুকানো মহা দুষ্কর। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বরা ভাস্কর বলে ফেলেন, ২০১০ সালে তাঁর বয়স ছিল পনেরো। কিন্তু উইকিপিডিয়া বলছে, স্বরা ভাস্করের বর্তমান বয়স ৩১। তাহলে ১০ বছরে কী করে ১৬ বছর বেড়ে গেল স্বরার? ২০১০ এ তিনি যে ষোড়শী ছিলেন, সেটাও মানতে রাজি নন অনেকেই।
সম্প্রতি এক আলোচনাসভায় এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেত্রী।
অনুষ্ঠানে সঞ্চালিকা প্রশ্ন করেন,
“১৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সরব হয়েছেন আপনি। কিন্তু ২০১০-সালে যখন জাতীয় জনসংখ্যাপঞ্জির জন্য তথ্য সংগ্রহ করা হয়, তখন কেন চুপ ছিলেন?”
উত্তরে স্বরা বলেন, “গত ১৫ বছর আমি কোনও অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত ছিলাম না। ২০১০ সালে আমার বয়স ছিল মাত্র পনেরো বছর।”
এই কথা মাটিতে পড়ার আগেই লুফে নেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ট্রোল করা হয় নরেন্দ্র মোদি ফ্যান ক্লাবের তরফেও।
নেটিজেনরা নানাভাবে ট্রোল করতে শুরু করে স্বরাকে। তাঁকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় মিম, ট্রোল। তিনি যে বয়সের হিসেবে বড়সড় গোলমাল করে ফেলেছেন, তা বুঝে #ম্যাথেমেটিশিয়ানস্বরা নামে একটি হ্যাশট্যাগ ক্রিয়েট করা হয়েছে, যা এখন ট্রেন্ডিং। শুধু তাই নয়, গুগলে নাকি ‘বেস্ট ম্যাথেমেটিশিয়ান’ বলে সার্চ করলে দেখাচ্ছে স্বরার নাম!When asked why she kept mum when NPR was first introduced in 2010, she claims to be 15yr old then, BUT as per her own admission, she's 31yr old in 2020 16yrs in 10yrs? Liar Hypocrite @ReallySwara @RubikaLiyaquat #MathematicianSwara pic.twitter.com/GlRxT9cP3w
— Narendra Modi fan (@narendramodi177) February 22, 2020
কেউ কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন “মনে হয় স্বরা তাঁর মনের বয়সের কথা বোঝাতে চেয়েছেন। যত দিন যাচ্ছে ওঁর মনের বয়স তো কমেই যাচ্ছে। ২০১০-এ ছিলেন ১৫। কী জানি, হয়তো ২০২০-তে সেটা হয়ে যাবে ৮ বা ৯।”I'm searching the best mathematician of India nd look what I found ????????????@Real_Anuj@AlokTiwari9335 @gauravtiwarirau@KapilMishra_IND#MathematicianSwara pic.twitter.com/Uwhn3YaOSM
— नितिन मुदगल ????????TPN (@imnitinmudgal) February 23, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement