এক্সপ্লোর
Advertisement
রেখা কি গোপনে বিয়ে করেন সঞ্জয় দত্তকে?
মুম্বই: রেখা নাকি লোকচক্ষুর আড়ালে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্তকে। আর সে জন্যই তিনি এখনও সিঁথিতে সিঁদুর দেন। গতকাল থেকে এ ব্যাপারে জল্পনা চলছে বলিউড জুড়ে। ইয়াসের উসমানের লেখা বই ‘রেখা- দ্য আনটোল্ড স্টোরি’-তে নাকি বিশদে উল্লেথ আছে এ নিয়ে।
গত বছর প্রকাশিত হয় বইটি। অথচ রেখা-সঞ্জয়ের ‘বিয়ে’ নিয়ে হইচই শুরু হয়েছে সদ্য। ইয়াসের উসমান অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনও কথা বইতে লেখেননি তিনি। লোকে ঠিকমতো পড়েনি তাঁর বইটি।
ইয়াসের জানিয়েছেন, ১৯৮৪ সালে সম্ভবত ‘জমিন আসমান’ ছবিতে একসঙ্গে কাজ করেন রেখা ও সঞ্জয় দত্ত। তখন থেকেই তাঁদের অ্যাফেয়ারের ব্যাপারে শোনা যাচ্ছিল। কেউ কেউ বলতে থাকে, তাঁদের বিয়ে হয়েছে। সেই গুজব এত ছড়িয়ে পড়ে যে সঞ্জয় বাধ্য হয়ে এক পত্রিকায় বিয়ের খবর অস্বীকার করেন।
রেখা-সঞ্জয়ের কখনও বিয়ে হয়নি বলে তাঁর দাবি।
ঋষি কপূরের সদ্য প্রকাশিত আত্মজীবনীতেও রয়েছে সঞ্জয়ের বর্ণময় জীবনের খবর। টিনা মুনিমের সঙ্গে তাঁর প্রেম চলছে ভেবে সঞ্জয় একবার ঋষির বাড়ি চড়াও হয়ে তাঁকে মারতেও গিয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement