এক্সপ্লোর
Advertisement
সম্পর্ক দূর অস্ত! বন্ধুও ছিলাম না আমি আর শাহিদ, গুঞ্জন উড়িয়ে অমৃতা
২০০৩ সালে ’ইশক ভিশক‘ ছবিতে শাহিদের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা। সেই ছবিতে তাঁদের কেমিস্ট্রি দর্শকের এতটাই মন কেড়ে নিয়েছিল, অনেকেই মনে করতেন, তাঁরা নিশ্চয়ই ডেটিং করছেন।
মুম্বই: ’ইশক ভিশক‘। ২০০৩ সালে শাহিদ কপূরের ডেবিউ ছবিতে তাঁর নায়িকা ছিলেন অমৃতা রাও। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি এতটাই জমজমাট ছিল যে অফ-স্ক্রিনেও তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলে মনে করতেন অনেকে। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। কিন্তু এত বছর পর অমৃতা জানিয়ে দিলেন তাঁরা বন্ধুও ছিলেন না পরস্পরের, তাঁরা ছিলেন নিতান্তই সহকর্মী।
মা হওয়া নিয়েও অমৃতা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন। অমৃতার কথায়, ’’হ্যাঁ এটা ঠিক মাতৃত্ব নিয়ে আমি কিছুটা নার্ভাস, কিন্তু এটাও ঠিক, যখন আপনি সন্তানের মুখ দেখেন, তখন আপনার মধ্যে অনায়াসে মাতৃত্ব জাগ্রত হয়। আমি সেই ছোট্ট মানুষটির বন্ধু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছি।‘‘
এরপরই তিনি ফিরে গিয়েছেন তাঁর ফিল্মি লাইফের কথায়। ২০০৩ সালে ’ইশক ভিশক‘ ছবিতে শাহিদের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা। সেই ছবিতে তাঁদের কেমিস্ট্রি দর্শকের এতটাই মন কেড়ে নিয়েছিল, অনেকেই মনে করতেন, তাঁরা নিশ্চয়ই ডেটিং করছেন। এত বছর পরে সেই গুঞ্জন প্রসঙ্গে অমৃতা বলেছেন, ’’একেবারেই না। আমরা যখন ছবি করি, তখনও শাহিদের প্রেমিকা ছিল। আমি শুধুই কো-স্টার ছিলাম। দর্শক চাইতেন আমরা ব্যক্তিজীবনেও সঙ্গী হয়ে উঠি। এর ফলে যেটা হয়েছিল তা হল আমাদের জুটি অনস্ক্রিনে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল।‘‘
এখানেই না থেমে অমৃতা জানিয়েছেন, সবচেয়ে মজার কথা হল আমরা একে অপরের বন্ধু পর্যন্ত ছিলাম না, যে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ব। তাঁরা একেবারেই সহকর্মী ছিলেন বলে জানিয়েছেন।
সুরজ বরজাতিয়ার ’বিবাহ‘ ছবিতে জুটি হিসেবে শেষ দেখা গিয়েছিল অমৃতা-শাহিদকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement