Aryan Khan: আরিয়ান নাকি নব্বইয়ের দশকের শাহরুখ খান? ওয়েব সিরিজের ঝলক দেখে আবেগে ভাসল নেটদুনিয়া
Web Series: আজ প্রকাশ্যে এল তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রথম ঝলক। আর সেখানে, শাহরুখ পুত্রকে দেখে যেন অবাক হয়ে গেল সমস্ত অনুরাগীরা। এ যেন 'ছোট বাদশা'।

কলকাতা: ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। অভিনয় করেছেন তিনি, আর এবার, পরিচালনায় হাতেখড়ি। নতুন সিরিজে শুধু অভিনয় নয়, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব ও রয়েছে তাঁর কাঁধে। শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। আজ প্রকাশ্যে এল তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর (The Ba***ds Of Bollywood)-এর প্রথম ঝলক। আর সেখানে, শাহরুখ পুত্রকে দেখে যেন অবাক হয়ে গেল সমস্ত অনুরাগীরা। এ যেন 'ছোট বাদশা'। একেবারে শাহরুখের ছায়া যেন তাঁর প্রত্যেকটা চলনে। মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এই ছবির ঝলক। আরিয়ানের লুক প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজের টিজারের শুরুতেই শোনা গেল ‘মহব্বতে’ ছবির সেই সিগনেচার ভায়োলিন। সঙ্গে সেই কিংবদন্তি সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। এই ঝলকই মনে করিয়ে দেয় বহু সিনেমার কথা। মনে করিয়ে দেয়, শাহরুখ খানের এক সুবর্ণ সময়ের কথা।
‘দ্য ব্যাডস অফ বলিউড’- এর ঝলক প্রকাশ্যে
ইতিমধ্যেই ভিডিওটা নেটফ্লিক্সের (Netflix)-এর অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘বেশি হয়ে গেল? অভ্যাস করে নিন। 'দ্য ব্যাডস অফ বলিউড' প্রিভিউ ২০ আগস্ট আসছে।’ টিজারের শুরুতেই প্রথমে রোম্যান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান পর্দায় প্রবেশ করার পরেই বদলে যায় সবকিছু। সেখানে রয়েছে কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন। আরিয়ানের গলায় শোনা গেল, ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আরিয়ান তাঁর প্রথম সিরিজে তাঁর বাবা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে সম্মান জানাচ্ছেন।
View this post on Instagram
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে। কয়েকদিন আগে 'আস্ক এসআরকে'-তে এই সিরিজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খানকে। তিনি জানিয়েছিলেন, এই সিরিজে তাঁর কিছু বন্ধুদের দেখা যাবে। তবে আরিয়ান যে এমন চমক দেবেন, তা যেন বিশ্বাস করেননি কেউই। এবার সবাই অপেক্ষা করছেন সিরিজটি দেখার। কারণ আরিয়ান যে বারে বারে মনে করিয়ে দিচ্ছেন ৯০-এর দশকের শাহরুখ খানকে।























