Nora Fatehi Shoot: "ভারী বন্দুকের পিছনের দিকটা আমার কপালে লাগে, শুরু হয় রক্ত ঝরা", শ্যুটিংয়ে চোটের কথা শেয়ার নোরার
'ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবির শ্যুটিং চলাকালীন চোট পাওয়ার কথা শেয়ার করলেন অভিনেত্রী নোরা ফতেহি। একটি অ্যাকশনের দৃশ্যে অভিনয় করার সময় কপালে আঘাত পান তিনি।
![Nora Fatehi Shoot: When Nora Fatehi got injured on sets of Bhuj: The Pride of India, know in details Nora Fatehi Shoot:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/19/c9817125a77664c46aa1c7dd641687ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : শিগগিরি মুক্তি পেতে চলেছে 'ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া'। তার আগে এই ছবির শ্যুটিং চলাকালীন চোট পাওয়ার কথা শেয়ার করলেন অভিনেত্রী নোরা ফতেহি। একটি অ্যাকশনের দৃশ্যে অভিনয় করার সময় কপালে আঘাত তিনি।
নোরা বলেন, আমরা একটি অ্যাকশনের দৃশ্যে অভিনয় করছিলাম। সিঙ্গল টেকেই দৃশ্যটি শ্যুট করে নিতে চাইছিলেন পরিচালক। সহ-অভিনেতা ও আমি তাই দৃশ্যটি একবার রিহার্সাল করছিলাম। ওঁর হাতে একটি বন্দুক ছিল। দৃশ্যে আমার মুখের দিকে বন্দুকটি তাক করেছিলেন তিনি। সেই সময় ঝাঁকুনি দিয়ে তাঁর হাত থেকে বন্দুকটি ফেলে দিয়ে তাঁকে মারতে যাই। রিহার্সালে খুব নিখুঁতভাবে দৃশ্যটি তোলা হয়েছিল। টেকের পাঁচ মিনিট আগে রিহার্সাল শেষ হয়ে যায়। কিন্তু, যখন প্রকৃত দৃশ্যটি তোলার জন্য রোলিং শুরু হয়, সেই সময় সমন্বয়ে ব্যাঘাত ঘটে। দুর্ঘটনাবশত সহ-অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুঁড়ে দেন। মেটালের ওই বন্দুকের শেষ প্রান্তটা যা খুবই ভারী ছিল, সেই অংশটা এসে আমার কপালে লাগে। আঘাত পাই। এবং সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে শুরু করে।
দুর্ঘটনার জেরে প্রায় অচেতন হয়ে পড়েন নোরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই দুর্ঘটনাটা শ্যুটিংয়ে কাজে লেগে যায়। কারণ, আয়নায় নোরার মুখ থেঁতলানো একটি দৃশ্য়ের প্রয়োজন ছিল। যা ভিএফএক্সের মাধ্য়মে করার পরিকল্পনা ছিল। কিন্তু দুর্ঘটনার পর শ্যুটিং টিম ঠিক করে, প্রকৃত আঘাতের ছবি তুলে ধরা হবে। শুধু এই দৃশ্যেই নয়, অন্য একটি অ্যাকশনের দৃশ্যেও অভিনয় করার সময় আঘাত পান নোরা।
নোরা বলেন, ওইদিনই পরের দিকে আমরা আরও একটি অ্যাকশনের দৃশ্যে শ্যুটিং শুরু করি। এটা ধাওয়া করার একটা দৃশ্য ছিল। যার জন্য দৌড়ানো, অ্যাকশন এবং দ্রুত গতির প্রয়োজন পড়ে। শ্যুটিং চলাকালীন আমার আঙুলে আঘাত লাগে। যার জন্য আমাকে গোটা শ্যুটিংয়ে স্লিং পড়ে থাকতে হয়। প্রসঙ্গত, ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)