এক্সপ্লোর
Advertisement
শ্যুটিং সেটে বিরক্ত করায় সহ-অভিনেতাকে কষে চড় রাধিকা আপ্তের, কে সেই অভিনেতা জানেন?
মুম্বই: রাধিকা আপ্তে, বলিউড এবং মরাঠি ছবির জগতের পরিচিত নাম। শুধু মরাঠি বা হিন্দি নয়, বাংলা ছবি, স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও দেখা গিয়েছে এই প্রতিভাময়ী অভিনেত্রীকে। দিন কয়েক আগেই খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সমুদ্র সৈকতে বিকিনি পরে বসায় ট্রোলড হতে হয় রাধিকাকে। তখন তিনি ট্রোলের পাল্টা জবাবও দেন। তাহলে কি নেটিজেনরা আশা করছেন তিনি বিচে শাড়ি পরে বসবেন?
এমন সাহসী, স্পষ্টবক্তা অভিনেত্রীকে কেউ হেনস্থা করে সহজে যে পার পাবে না তা বলাই বাহুল্য।
সম্প্রতি, এক চ্যাট শোয়ে গিয়ে জীবনে এমন এক অভিজ্ঞতার কথা জানান রাধিকা। কোনও এত তামিল ছবির শ্যুটিং চলার সময়, রাধিকার এক সহ-অভিনেতা, সেই ব্যক্তি একজন জনপ্রিয় তামিল তারকা অভিনেত্রীর পায়ে সুড়সুড়ি দিচ্ছিলেন। রেগে গিয়ে বিরক্ত অভিনেত্রী সপাটে তাঁর গালে চড় কষান সকলের সামনেই। সেদিনটাই ছিল রাধিকার সেই ছবির প্রথম শ্যুটিং। ওই অভিনেতার সঙ্গে আগে তাঁর পরিচয়ও ছিল না। তাই এমন ব্যবহারে তাজ্জবই হয়েছিলেন রাধিকা।
কেরিয়ারে সদ্যই অক্ষয় কুমারের সঙ্গে প্যাডম্যানে অভিনয় করেছেন রাধিকা। ছবিটি ভাল ব্যবসাও করেছে। এখন অভিনেত্রী তাঁর পরবর্তী ওয়েব সিরিজের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। সিরিজটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সেফ আলি খান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement