Kavita Banerjee: হিন্দি ধারাবাহিক 'ভাগ্য লক্ষ্মী'তে এবার বঙ্গকন্যা কবিতা বন্দ্যোপাধ্যায়
'Bhagya Lakshmi': অভিনেত্রী বলেন,'আমি 'তেরি মেরি ইক জিন্দরি' ও 'রিশতোঁ কা মাঞ্ঝা' ধারাবাহিকে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। 'ভাগ্য লক্ষ্মী' ধারাবাহিকে সোনলের চরিত্রে অভিনয় করতে পারা আমার ইচ্ছেপূরণ।
নয়াদিল্লি: ছোটপর্দার অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায় (Kavita Banerjee) এবার নেতিবাচক চরিত্রে (Negative Role)। কে এই অভিনেত্রী? নেতিবাচক চরিত্রে অভিনয় নিয়ে কী মনোভাব তাঁর?
'ভাগ্য লক্ষ্মী' ধারাবাহিকে বঙ্গকন্যা কবিতা বন্দ্যোপাধ্যায়
হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গকন্যা কবিতার ইনস্টাগ্রাম বায়ো বলছে কলকাতারই মেয়ে। কাজ করেছেন স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি 'বন্ধুত্বের সেলিব্রেশন'।
প্রসঙ্গত, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'ভাগ্য লক্ষ্মী'তে (Bhagya Lakshmi) এবার দেখা যাবে কবিতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধারাবাহিকেও তাঁকে ফের নেতিবাচক চরিত্রে দেখা যাবে। নতুন চরিত্র সম্পর্কে বলতে গিয়ে কবিতার দাবি, ফের নেতিবাচক চরিত্র করতে বিশেষ অসুবিধা নেই তাঁর। কারণ এই ধরনের চরিত্রে অভিনয় করার আলাদা মজা আছে, চ্যালেঞ্জও আছে বলে দাবি তাঁর।
View this post on Instagram
অভিনেত্রী বলেন, 'আমি 'তেরি মেরি ইক জিন্দরি' ও 'রিশতোঁ কা মাঞ্ঝা' ধারাবাহিকে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। 'ভাগ্য লক্ষ্মী' ধারাবাহিকে সোনলের চরিত্রে অভিনয় করতে পারা আমার ইচ্ছেপূরণ। নেতিবাচক চরিত্রে অভিনয় করা একইসঙ্গে মজার ও চ্যালেঞ্জিং।'
'নাগিন ৬' ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তাঁর মতে প্রত্যেক চরিত্রে আলাদা স্তর থাকে, এবং একইভাবে তাঁর নতুন চরিত্রও বাকিগুলোর থেকে আলাদা। এই চরিত্রের প্রতি সুবিচার করতে পারব বলে আশা করি।
আরও পড়ুন: Chhatrapati Shivaji Maharaj: 'ছত্রপতি শিবাজি মহারাজ' রূপে হাজির অক্ষয় কুমার, মুহূর্তে ভাইরাল নয়া লুক
অভিনেত্রী বলেন, 'বেশিরভাগই নেতিবাচক চরিত্রে কাজ করে থাকলেও প্রত্যেকটা একে অপরের থেকে একেবারে আলাদা। ফলে চ্যালেঞ্জ বা মজাটা কখনও শেষ হয় না।'