এক্সপ্লোর
সেকী! সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা কেন বারংবার ফোন করছেন রণবীর কপূরকে
![সেকী! সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা কেন বারংবার ফোন করছেন রণবীর কপূরকে Why Sanjay Dutts Wife Maanyata Has Reportedly Been Calling Ranbir Kapoor সেকী! সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা কেন বারংবার ফোন করছেন রণবীর কপূরকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/13063324/ranvir-kappor-manyata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের নামহীন বায়োপিকের শ্যুটিং চলছে পুরোদমে। ছবি নিয়ে নানা সময় বিভিন্ন জল্পনার কথা শোনা গিয়েছে। ছবিতে সঞ্জু বাবার জীবনের বিভিন্ন সময়ের কথা উঠে আসবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেখানে দিয়া মির্জা অভিনয় করছেন মান্যতার চরিত্রে। তবে ছবির চিত্রনাট্য নিয়ে নাকি মোটেই খুশি নন সঞ্জয়ের অফস্ক্রিন স্ত্রী মান্যতা। সেইজন্যেই তিনি অনস্ক্রিনে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করা রণবীরকে বারংবার ফোন করছেন।
সূত্রের খবর, ছবির পরিচালক রাজকুমার হিরানি নাকি সঞ্জয় পত্নী মান্যতাকে বিস্তারিত ভাবে কিছু জানাননি, তাঁকে কীভাবে ছবিতে দেখানো হবে। এমনকি ছবিতে তাঁর স্ক্রিন টাইম কতটা, সেসম্পর্কেও কোনও তথ্য মান্যতাকে দেননি রাজকুমার। সেইজন্যে বাধ্য হয়ে রণবীরকে ফোন করেছেন মান্যতা। এমনকি ছবির সঙ্গে যুক্ত অন্য সদস্যদের সঙ্গেও একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন সঞ্জয়-পত্নী।
রাজকুমার হিরানির বহু-চর্চিত এই বায়োপিকে রয়েছেন সোনাম কপূর, অনুষ্কা শর্মা, মনীষা কৈরালা, করিশ্মা তান্না, পরেশ রাওয়ালের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। সোনাম ছবিতে টিনা মুনিমের চরিত্রে অভিনয় করছেন। অনুষ্কা অভিনয় করছেন সঞ্জয় দত্তের আইনজীবীর চরিত্রে। করিশ্মা তান্না ছবিতে মাধুরী দিক্ষিতের ভূমিকায় রয়েছেন। মনীষা কৈরালা এবং পরেশ রাওয়াল রয়েছেন যথাক্রমে নায়কের মা নার্গিস এবং বাবা সঞ্জয় দত্তের চরিত্রে।
রণবীরের বলিউডি কেরিয়ারের প্রথম বায়োপিক এটি। এই ছবি নিয়ে মারাত্মক উত্তেজিত রণবীর। রণবীরের দাবি, হিরানি এখানে ইতিবাচক আঙ্গিকেই সঞ্জয়ের চরিত্রটি দেখানোর চেষ্টা করছেন। সেখানে থাকবে তাঁর জীবনের নানা ওঠাপড়ার মুহূর্তের কাহিনী, জেল যাওয়ার সময়ের কথা, সন্ত্রাসমূলক কাজকর্মে যখন তিনি জরিয়ে পড়েছিলেন, সেইসময়ে তাঁর অবস্থা, মাদকাসক্ত হয়ে পড়ার সময়ের কথা, সবই উঠে আসবে ছবিতে। ছবি নিয়ে প্রত্যেকের মনেই আলাদা উন্মাদনা রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)