![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SRK on Salman Khan: 'সলমনের সঙ্গে কেবল আনন্দের-ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে', বললেন শাহরুখ খান
Shah Rukh Khan on Salman Khan: 'সলমনের সঙ্গে সেই অর্থে কাজের অভিজ্ঞতা তেমন নেই। আমাদের কেবল ভালবাসা, আনন্দ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা আছে। তাই যখনই ওঁর সঙ্গে কাজের সুযোগ পাই তা দুর্দান্ত হয়।'
![SRK on Salman Khan: 'সলমনের সঙ্গে কেবল আনন্দের-ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে', বললেন শাহরুখ খান With Salman Khan, there are only happy, brotherly experiences, says Shah Rukh Khan in live session SRK on Salman Khan: 'সলমনের সঙ্গে কেবল আনন্দের-ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে', বললেন শাহরুখ খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/26/28fe05c8f1c0e3f85f2c068eb8ef1311_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শনিবার বলিউডে ৩০ বছর সম্পূর্ণ করলেন কিং খান (King Khan)। আর এই বিশেষ দিনে বহুদিন পর লাইভ সেশনে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কথা বললেন অনুরাগীদের সঙ্গে। সেখানেই উঠল সলমন খানের (Salman Khan) প্রসঙ্গও। কী বললেন শাহরুখ ভাইজানকে নিয়ে?
সলমন প্রসঙ্গে শাহরুখ
২৫ জুন সোশ্যাল মিডিয়ায় 'আস্ক এসআরকে' (Ask SRK) নিয়ে লাইভে আসেন শাহরুখ। সেখানে নিজের ৩০ বছরের বলি-অভিযান নিয়ে কথা বলছিলেন তিনি। এরপর এক অনুরাগীর প্রশ্নে সলমন খানের কথা আসে।
এক অনুরাগী এদিনের লাইভ সেশনে অভিনেতাকে প্রশ্ন করেন, সলমন খানের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন? উত্তরে শাহরুখ বলেন, 'সলমনের সঙ্গে সেই অর্থে কাজের অভিজ্ঞতা তেমন নেই। আমাদের কেবল ভালবাসা, আনন্দ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা আছে। তাই যখনই ওঁর সঙ্গে কাজের সুযোগ পাই তা দুর্দান্ত হয়।'
শাহরুখ আরও বলেন, 'আমরা একসঙ্গে পুরোদমে কোনও ছবি করিনি, 'কর্ণ অর্জুন' ছাড়া। যদিও সেখানেও আমরা একসঙ্গে পুরো কাজ করিনি কারণ ছবিতে একত্রে আমরা বেশিক্ষণ ছিলাম না। ফলে বছরে চার পাঁচদিন একসঙ্গে কাজ করতে পারি। তবে শেষ দুই বছর দুর্দান্ত কেটেছে কারণ আমার কবীর খানের সঙ্গে দিন দুইয়ের কাজ ছিল। সলমন 'জিরো'য় একটা গান শ্যুট করে।'
View this post on Instagram
একইসঙ্গে তিনি যে 'টাইগার ৩'-এ রয়েছেন তা নিশ্চিত করেন। শাহরুখ বলেন, 'এখন, পাঠান। আমি জানি না এটা এখনও গোপন রাখার কথা কি না, 'টাইগার ৩'-তেও আমাকে দেখা যেতে পারে। তো ওঁর সঙ্গে কাজ করা সবসময়েই আনন্দের।'
আরও পড়ুন: Vikram Vedha: এগিয়ে আসছে 'বিক্রম বেদা' মুক্তির তারিখ, হৃত্বিক-অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে
প্রসঙ্গত, শাহরুখ ও সলমনকে যে একে অপরের 'পাঠান' ও 'টাইগার ৩' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তা গত বছরই জানা গিয়েছিল। এছাড়া এদিনের লাইভ সেশনে শাহরুখ খান জানান যে 'পাঠান' ছবির ট্রেলার মুক্তি পেতে পারে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)