এক্সপ্লোর
Advertisement
হয় নোটিস ফেরত নাও, অথবা ফল ভোগো: হৃত্বিককে কঙ্গনার ‘হুমকি’ চিঠি
মুম্বই: দুই অভিনেতা-অভিনেত্রীর আইনি লড়াই ঘিরে ধুন্ধুমার! হয় আইনি নোটিস প্রত্যাহার করা হোক, না হলে ফল ভুগতে হবে! হৃত্বিক রোশনকে কার্যত ‘হুমকি’ দিলেন কঙ্গনা রানাউত।
মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে হৃত্বিকের বিরুদ্ধে মিথ্যাচার করা এবং সংবাদমাধ্যমকে হাতিয়ার করে নিজের ভাবমূর্তি রক্ষার অভিযোগ তোলেন কঙ্গনা। চিঠিতে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি লেখেন, হৃত্বিক যদি তাঁর বিরুদ্ধে আনা আইনি নোটিস প্রত্যাহার করে নেন, তাহলে তাঁকে ‘ক্ষমা’ করে দেবেন তাঁর মক্কেল। অন্যথা হলে আরও বিপদে পড়বেন হৃত্বিক বলেও চিঠিতে জানিয়েছেন।
চিঠিতে সিদ্দিকি জানান, আইনি চিঠি প্রত্যাহার করাই হবে হৃত্বিকের জন্য সবচেয়ে ভাল পদক্ষেপ। কারণ, তাঁর কাছে আর কোনও পথ নেই। তিনি আরও লেখেন, মিথ্যাচার করে এবং মিডিয়া-ট্রায়ালের মাধ্যমে নিজের ভাবমূর্তি রক্ষা করার বৃথা চেষ্টা না করাই ভাল। তাতে হিতে বিপরীত হতে পারে। এতে তাঁর মক্কেল আরও ক্ষিপ্ত হতে পারেন।
প্রসঙ্গত, কঙ্গনা ও হৃত্বিকের মধ্যে বেশ কিছুদিন ধরেই আইনি লড়াই চলছে। যার সূত্রপাত হয়, হৃত্বিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা কঙ্গনা খুল্লমখুল্লা ঘোষণা করায়। কঙ্গনার মন্তব্য খারিজ করে দিয়েছিলেন হৃত্বিক। এরপর গত ফেব্রুয়ারি মাসে সকলের সামনে ক্ষমা চাওয়ার দাবি তুলে ২৯ বছরের কঙ্গনাকে আইনি নোটিস পাঠান তিনি। জবাবে, গত মার্চ মাসে ৪২ বছরের অভিনেতাকে ২১-পাতার পাল্টা চিঠি ধরিয়ে সেখানে প্ররোচনা ও হুমকির অভিযোগ তোলেন কঙ্গনা।
শুধু তাই নয়, হৃত্বিক তাঁর ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করেছেন বলেও অভিযোগ আনেন কঙ্গনা। অভিনেত্রী অভিযোগ করেন, সুজান খানের সঙ্গে চলা ডিভোর্সের মামলায় যাতে তাঁর নিজের ভাবমূর্তি ঠিক থাকে, সেজন্য ই-মেলে তাঁদের মধ্যে হওয়া সমস্ত কথোপকথন হ্যাক করে নষ্ট করেছেন হৃত্বিক। আইনজীবীর মাধ্যমে কঙ্গনা জানান, তিনি চান না এই ঝামেলার ফলে হৃত্বিকের দুই সন্তানের কোনও ক্ষতি হোক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement