মে মাসে অ্যালান ফ্রেজারের সঙ্গে বিয়ে হয় বলিউড তারকা ব্রুনা আবদুল্লার। সেই সময় তিনি অন্ত:সত্ত্বা ছিলেন। ৩১ অগাস্ট তিনি কন্যাসন্তানের জন্ম দেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
2/6
১৫ ফেব্রুয়ারি হায়দরাবাদে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’-র অভিনেতা নীহার পাণ্ড্যর সঙ্গে বিয়ে হয় গায়িকা নীতি মোহনের। নীহারের সঙ্গে এর আগে বলিউড তারকা দীপিকা পাদুকোনের সম্পর্ক ছিল। গত বছর রণবীর সিংহের হয়ে বিয়ে হয় দীপিকার। তার কয়েকমাসের মধ্যেই নীহারও বিয়ে করেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
3/6
২৩ জানুয়ারি লখনউয়ে বসপা নেতা পবন সাগরের মেয়ে সান্যর সঙ্গে বিয়ে হয় বলিউড তারকা রাজ বব্বর ও স্মিতা পাতিলের ছেলে প্রতীক বব্বরের। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বসপা সুপ্রিমো মায়াবতী ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
4/6
২৩ জুন মরিশাসের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশারদের সঙ্গে বিয়ে হয় ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করা আরতি ছাবারিয়ার। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5/6
অভিনেতা নবাব শাহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ও বলিউড তারকা পূজা বাত্রা। জুলাইয়ে তাঁরা গোপনে বিয়ে সারেন। এর আগে ২০০২ সালে প্রবাসী ভারতীয় চিকিৎসক সোনু এস অহলুওয়ালিয়ার সঙ্গে বিয়ে হয় পূজার। তবে ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ‘দবাঙ্গ ৩’-এর অভিনেতা নবাবের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পূজার। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
6/6
২০১৯ সাল শেষ হতে চলেছে। আর মাত্র কয়েকদিন বাকি নববর্ষ আসতে। তার আগে ফিরে দেখা যাক, এ বছর বিনোদন জগতের কোন কোন তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন