কলকাতা: কেন্দ্রে এনডিএ (NDA government) সরকার গঠনের পর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের (RSS Chief Mohan Bhagwat) নামে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে মোহন ভাগবত বলেছিলেন যে মণিপুরে (Manipur Violence) ১০ বছর ধরে শান্তি ছিল, কিন্তু মোদি সরকার গঠনের পর সেখানে হিংসা ছড়িয়ে পড়ে।


বিশ্বাস নিউজ খতিয়ে দেখেছে যে মণিপুর নিয়ে মোহন ভাগবতের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। মোহন ভাগবত তাঁর বিবৃতিতে এই সমস্যার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন।


ভাইরাল পোস্ট কী?
ফেসবুক ব্যবহারকারী সুনীল যাদব ( আর্কাইভ লিঙ্ক ) পোস্টে লিখেছেন,


'১০ বছর আগে মণিপুরে শান্তি ছিল, মোদি সরকার গঠনের পর হঠাৎ করেই সেখানে সহিংসতা বেড়ে গেল - আরএসএস প্রধান মোহন ভাগবত'


আরও লেখা রয়েছে...
'নির্বাচনের ফলাফলের পরে আরএসএস প্রধান এখনও পর্যন্ত গভীর ঘুমে ছিলেন এবং এনডিএ সরকার গঠনের পরে মুখ খুলেছেন। তিনি আরএসএসের শেষ রাজা। এনএসজি প্রথমবারের মতো তাঁদের সেবায় মোতায়েন করা হয়েছে। আরএসএস বড় বড় প্রাসাদে অফিস খুলছে। আরএসএসের লোকেরা ব্যক্তিগত জাহাজে যাতায়াত করে, এখন তাদের গুরুদক্ষিণার প্রয়োজন নেই। ক্ষমতা ভোগ করছে সংঘ পরিবার।'




তদন্ত
ভাইরাল দাবিটি যাচাই করার জন্য, আমরা কী ওয়ার্ড ব্যবহার করে গুগলে এটি নিয়ে অনুসন্ধান করেছি। মোহন ভাগবতের ভিডিও ১০ জুন RSS-এর X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে । এতে তিনি বলছেন, 'মনিপুর এক বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে। এর আগে এটি ১০ ​​বছর ধরে শান্ত ছিল। পুরনো বন্দুক সংস্কৃতি শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। হঠাৎ সেখানে যে বিরোধের আগুন তৈরি হয়েছিল তা এখনও জ্বলছে। কে এই দিকে মনোযোগ দেবে? এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা আমাদের কর্তব্য।'




১০ জুন নাগপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানের একটি ভিডিও ANI-এর X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে । এতে মোহন ভাগবতের বক্তব্যও শোনা যায়। এতে তাঁকে কোথাও মোদি সরকারের নাম নিতে দেখা যাচ্ছে না।




গত ১০ জুন দৈনিক জাগরণ-এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে এ সংক্রান্ত বিবৃতি পড়া যায় । ডঃ হেডগেওয়ার স্মৃতি ভবন কমপ্লেক্সে আয়োজিত 'শ্রমিক উন্নয়ন ক্লাস-২'-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন। খবরে আরও লেখা আছে যে গত বছর মণিপুরে দুই গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। এই হিংসার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছেন।  




এ বিষয়ে সংঘের প্রাক্তন রাজ্য প্রচারক রাজীব তুলি বলেন, 'ভাইরাল দাবিটি ভুল। তিনি বলেছিলেন, নয়-দশ বছর ধরে সেখানে শান্তি ছিল, কিন্তু গত এক বছর ধরে সেখানে সহিংসতা চলছে।'


যে ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্তিকর দাবি করেছেন আমরা তাঁর প্রোফাইল স্ক্যান করেছি। তাঁর প্রায় ৫ হাজার অনুসারী রয়েছেন।


মণিপুরে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরএসএস প্রধান মোহন ভাগবত দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তাঁর বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।


শক্তি কালেক্টিভের অংশ হিসেবে vishvas news-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুবাদিত এবং অনুলিখিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট