Fact Check: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে ট্যাক্স ? সত্যিটা জানুন
UPI transactions: ১ এপ্রিল থেকে গুগল পে, ফোন পে কিংবা অন্য যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি ২ হাজার টাকার বেশি মূল্য কাউকে পাঠাতে চান, তাহলে আপনাকে ১.১ শতাংশ ট্যাক্স দিতে হবে ?
UPI Transaction: ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ সংক্ষেপে ইউপিআই ধীরে ধীরে ভারতের অন্যতম প্রধান পেমেন্ট (UPI Payments) অপশন হয়ে গিয়েছে। যে কোনো ক্ষেত্রেই অল্প কিছু টাকা হলেও তা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছেন মানুষেরা। সম্প্রতি একটি ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই ইউপিআই লেনদেনের (UPI Transactions) উপর চাপানো হবে ১.১ শতাংশ কর। আদৌ কি সত্যি এই দাবি ?
দাবি
এক্স হ্যান্ডলে জনৈক নেটিজেন একটি পোস্ট করেন যেখানে লেখা রয়েছে ১ এপ্রিল থেকে গুগল পে, ফোন পে কিংবা অন্য যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি ২ হাজার টাকার বেশি মূল্য কাউকে পাঠাতে চান, তাহলে আপনাকে ১.১ শতাংশ ট্যাক্স দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে ১০ হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে পাঠাতে চান, তাহলে ১১০ টাকা আপনার ট্যাক্স কাটা হবে। এই পোস্টটি তেলুগু ভাষায় করা হয়েছিল, সেখান থেকে অনূদিত হয়েছে।
পোস্ট দেখুন এখানে
অনুসন্ধানে কী পাওয়া গেল
নিউজমিটারের পক্ষ থেকে এই বিষয়ে অনুসন্ধান করা হয়। দেখা গেল এই দাবি সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র পিপিআই মার্চেন্ট ট্রানসাকশনের ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ট্যাক্স ধার্য হবে। পিপিআইয়ের পুরো কথা হল প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট যার মাধ্যমে আপনি ওয়ালেটে টাকা জমিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে পেমেন্ট করতে পারেন। এই ভাইরাল হওয়া পোস্টের দাবির সঙ্গে সঙ্গে কর আরোপ বিষয়ে সেই নেটিজেন টিভি নাইন তেলুগুর একটি টেলিভিশন শোয়ের ক্লিপিংস জুড়ে দিয়েছেন। টিভি নাইন বলেছে যে শুধুমাত্র কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে পেমে্নটের ক্ষেত্রে ট্যাক্স ধার্য করা হবে। কিন্তু আরও স্বচ্ছ্বতার জন্য ইউটিউবে সেই লিঙ্কটি খুঁজে পাওয়া যায়নি।
এরপরে একটি কিওয়ার্ড রিসার্চ করে দেখা যায় ২০২৩ সালের ৩০ মার্চ 'দ্য হিন্দু' পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ১ এপ্রিল থেকে ২০০০ টাকার উপরে ওয়ালেট ব্যবহার করে মার্চেন্ট ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ ট্যাক্স কাটা হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে কেবলমাত্র পিপিআই মার্চেন্টদের লেনদেনের উপরেই এই ট্যাক্স ধার্য করা হয়েছে, অন্য সাধারণ গ্রাহকদের উপরে কোনো ট্যাক্স ধার্য করা হয়নি। ২৯ মার্চ ২০২৩-এও পিআইবির পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি ফ্যাক্ট চেক পোস্ট করে এই বিষয়ে সত্যিটা জানানো হয়েছিল।
পোস্ট দেখুন এখানে
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজ মিটার ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও পড়ুন: Fact Check: হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?