Fact Check: ২১ হাজার টাকায় মিলবে ১৫ লাখের রিটার্ন ! সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন নির্মলা সীতারামন ?
Nirmala Sitharaman: এই ভিডিয়োতে দেখা যাচ্ছে নির্মলা সীতারামন একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। সমাজমাধ্যমে তুমুল ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো।
নয়া দিল্লি: সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি জনপ্রিয় ইংরেজি সংবাদ সম্প্রচার সংস্থার ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একটি সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করছেন এবং গ্রাহকদের এই স্কিমে বিনিয়োগ করে মুনাফা তুলতে প্ররোচিত করছেন। তবে এই ভিডিয়ো তুমুলভাবে ভাইরাল হওয়ার পরে ফ্যাক্ট চেক ডেস্কের (Fact Check) অনুসন্ধানে দেখা যায় এই ভিডিয়ো আদৌ সত্য নয়। কেন্দ্রীয় মন্ত্রী কখনই এই পরামর্শ দেননি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো আদ্যন্ত ভুয়ো।
দাবি কী
জনৈক ব্যবহারকারী সম্প্রতি ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করেন যেখানে দেখা যাচ্ছে সংবাদসংস্থা সিএনএন এবং নিউজ১৮-র রিপোর্ট এবং এই ভিডিয়োতে দেখা যাচ্ছে নির্মলা সীতারামন একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'বিগত ২ বছর ধরে একটি অটোমোটিভ সিস্টেম তৈরি করার কাজ আমরা করে চলেছি, আর সেই সিস্টেমের কথাই আমি বলতে এসেছি যা ইতিমধ্যেই ভারতীয়দের বাড়তি আয়ের পথ খুলে দিয়েছে। আমি একদিনেই কোটি কোটি টাকার আয় হবে তা প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু দিনে ৫০ হাজার টাকা আয় হতে পারে একথা সত্যি। আপনাদের রেজিস্টার করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ২১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর সেই টাকাই বিপুল হারে বাড়তে থাকবে, আপনি নিজেও তা দেখতে পাবেন।'
পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই ভিডিয়োটি বারবার চালিয়ে এর বেশ কিছু কিফ্রেম স্ন্যাপ নেওয়া হয় এবং তা গুগল লেন্সের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এমনই একটি ভিডিয়ো রয়েছে কিন্তু জালিয়াতিরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্মলা সীতারামনের গলায় ডাবিং করে বেআইনি স্কিমে বিনিয়োগের প্রলোভন দেখাচ্ছেন।
জনৈক ব্যবহারকারী আইপিএস ভিসি সজ্জানর এই ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে সতর্কতা ছড়াতে লেখেন, 'দেখুন কীভাবে জালিয়াতরা সম্মানীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভিডিয়োকে ডাবিং করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন কথা বসিয়ে অনৈতিক স্কিমের প্রচার চালাচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে কারও পক্ষে ক্ষতি ছাড়া, মুনাফা করা সম্ভব নয়। এটাই চরম সত্য। আমার কর্মজীবনের শুরুতে আমি বহুলভাবে এই ধরনের এমএলএম সংস্থাগুলির বিরুদ্ধে লড়াই করেছি। অনলাইনে যা দেখতে পান সবকিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না'।
পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে আবার রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে জানা যায়, ভিডিয়োর একটি কি-ফ্রেমের সঙ্গে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ডিডি নিউজের লাইভ স্ট্রিমের মিল রয়েছে। বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো ছিল সেটি। ফলে বোঝাই যাচ্ছে এই ভিডিয়োটিকেই ডিজিটালি বদল করে দেওয়া হচ্ছে। কারণ মূল ভিডিয়োতে নির্মলা সীতারামন কোনও বিনিয়োগ বা ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলেননি।
মূল ভিডিয়ো দেখুন এখানে
দাবি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করেছেন।
সত্য
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের ভিডিয়ো ডিজিটালি বদলে দেওয়া হয়েছে। তিনি কোনও সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করেননি।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও পড়ুন: Fact Check: 'অরুণাচলপ্রদেশে অশান্তি উস্কে দিচ্ছে RSS', অভিযোগ করেছেন ট্রাম্প ? সত্যিটা কী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
