এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতের বাজারে এল Itel Vision 1 স্মার্টফোন, দাম ৫,৪৯৯ টাকা
স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Itel তাদের নয়া স্মার্টফোন Itel Vision 1 বাজারে নিয়ে এসেছে। এই ফোন স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। পিছন থেকে দেখতে এই ফোন আইফোন ১১-র মতো।
নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Itel তাদের নয়া স্মার্টফোন Itel Vision 1 বাজারে নিয়ে এসেছে। এই ফোন স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। পিছন থেকে দেখতে এই ফোন আইফোন ১১-র মতো।
দেখে নেওয়া যাক এই ফোনের কিছু ফিচার-
Itel Vision 1 –এর দাম ৫,৪৯৯ টাকা। দেশের সমস্ত রিটেল স্টোর থেকেই ফোনটি কেনা যাচ্ছে। এই ফোনের উল্লেখযোগ্য একটি ফিচার ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোন নীল ও বেগুনি-এই দুটি রঙের।
কোম্পানি এই ফোন ক্রয়ে গ্রাহকদের itel-এর ব্লুটুথ ওয়ারলেস হেডসেট ফ্রি দিচ্ছে। এর দাম ৭৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে-র স্ক্রিন রেজোলিউশন 1560 x 720 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 19.5:9।
ফটোগ্রাফির জন্য এই ফোনে রিয়ার ডুয়েল ক্যামেরা সেটআপ, যাতে রয়েছে আট মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যাতে রয়েছে AI বিউটি মোড।
Itel Vision 1 –এ 1.6GHz octa-core Unisoc SC9863A প্রোসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য থাকছে IMG8322 GPU । এই ফোন Android 9.0 Pie –এ কাজ করে।
এই ফোনে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনেস স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে থাকছে 4,000 এমএইচ ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে dual 4G VoLTE,ব্লুটুথ, ওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement