এক্সপ্লোর
Advertisement
120hz রিফ্রেস রেট সহ Poco X2 স্মার্টফোন এল ভারতের বাজারে, দেখে নেওয়া যাক দাম ও বিভিন্ন ফিচার
Poco ভারতে তাদের নয়া স্মার্টফোন “Poco X2” স্মার্টফোন নিয়ে এল। কিছুদিন আগে পর্যন্ত Poco চিনের স্মার্টফোন কোম্পানির Xiaomi-র সাব-ব্র্যান্ড ছিল। এবার Poco তাদের পৃথক ব্র্যান্ড হিসেবে নিয়ে এল। নয়া X2-র দাম ১৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। জেনে নেওয়া যাক এর ফিচার ও বিস্তারিত কিছু বিষয়।দাম ও ভ্যারিয়েন্ট।
নয়াদিল্লি: Poco ভারতে তাদের নয়া স্মার্টফোন “Poco X2” স্মার্টফোন নিয়ে এল। কিছুদিন আগে পর্যন্ত Poco চিনের স্মার্টফোন কোম্পানির Xiaomi-র সাব-ব্র্যান্ড ছিল। এবার Poco তাদের পৃথক ব্র্যান্ড হিসেবে নিয়ে এল। নয়া X2-র দাম ১৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। জেনে নেওয়া যাক এর ফিচার ও বিস্তারিত কিছু বিষয়।
দাম ও ভ্যারিয়েন্ট।
Poco X2 ভারতে তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে আসা হয়েছে। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম+১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়া ৯ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সম্পন্ন Poco X2 ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
অফার ও কোথায় কেনা যাবে
নতুন Poco X2 নীল, লাল বেগুনি-এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিনলে ১০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনের প্রথম বিক্রি ১১ ফেব্রুয়ারি ফ্লিপকার্টে দুপুর বারোটায় শুরু হবে।
ফিচার্স ও বিস্তারিত
এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেস রেট 120hz। অর্থাত্ তা খুবই স্মুথ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9।
পারফরম্যান্স
Poco X2 –তে পারফরম্যান্সের জন্য রয়েছে Snapdragon 730G প্রোসেসর। রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যার ফাস্ট চার্জি সাপোর্ট 25W । অন্য ফিচার্সের মধ্যে এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্টস। এতে গেম বুস্টিং লিকুইড কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে রয়েছে প্রাইমারি সেন্সর ৬৪ এমপি, দ্বিতীয় সেন্সর ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সেন্সর। এছাড়াও সেলফি-র জন্য এতে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা (20MP+2MP) রয়েছে। নতুন Poco X2-র টক্কর সরাসরি রিয়েলমি X2-র সঙ্গে হবে।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement